রাউজান থানার অস্ত্র মামলায় চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) চট্টগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী সহিদুল ইসলামের আদালত শুনানি শেষে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক জাকের হোসাইন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, রাউজান থানার অস্ত্র মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীর ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়। আদালত উভয়পক্ষের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৭ অক্টোবর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সংঘর্ষে নিহতের মামলাসহ পৃথক তিন মামলায় এ বি এম ফজলে করিম চৌধুরীর ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এর আগে গত ২৬ সেপ্টেম্বর চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুরুল হারুনের আদালত ২ দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মন্তব্য করুন