চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

‘পরিচ্ছন্নকর্মীদের বেতন পকেটে ঢোকাতেন আ.লীগের কাউন্সিলররা’

বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা
বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম সিটি করপোরেশন মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগের কাউন্সিলর যারা ছিলেন তারা ওয়ার্ডে পাঁচ থেকে সাতজন পরিচ্ছন্নকর্মীর নামে ১৫-১৬ হাজার টাকা বেতন নিতেন। আর সেসব কর্মীকে ৭/৮ হাজার টাকা ধরিয়ে দিয়ে বাকিটা তাদের পকেটে রেখে দিয়েছেন।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) রাতে নগরীর ওয়াজেদিয়া মাদ্রাসা মাঠে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পীরে কামেল মাওলানা ওয়াজেদ আলী খান ও মাওলানা আতিকুল্লাহ খানের বার্ষিক ইছালে ছওয়াব ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন বলেন, আমি বলতে চাই যারা পরিচ্ছন্ন কর্মী আছেন, তারা যদি নগর পরিচ্ছন্নের কাজ না করেন তাহলে তাদের বাদ দিয়ে নতুন নগর পরিচ্ছন্নকর্মী নেওয়া হবে। যারা প্রত্যেকটা ওয়ার্ডকে পরিষ্কার রাখবেন। নালা নর্দমা পরিষ্কার রাখবেন।

চট্টগ্রাম শহর সবার উল্লেখ করে মেয়র বলেন, এ শহরটা একা আমি মেয়র ডা. শাহাদাতের নয়, এ শহরটা হচ্ছে আপনাদের সবার, এই চট্টগ্রাম হচ্ছে আপনাদের সবার। তাই সবাইকে এ শহরটাকে সুন্দর করতে হবে, পরিষ্কার করতে হবে। একটা ময়লা আমি রাস্তায় না ফেলে সেটা আমি ডাস্টবিনে ফেলব। পলিথিন রাস্তায় না ফেলে আমি ডাস্টবিনে ফেলব। এ ধরনের অভ্যাস আমাদের গড়তে হবে।

পীরে কামেল মাওলানা আতিকুল্লাহ খান (রহ.)-এর জীবনী তুলে ধরে তিনি বলেন, যুগে যুগে সুফি সাদেকরা এখানে আসেন। ওনারা ইসলামকে প্রচার করেন। মানুষকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজে নিষেধ করেন। মাওলানা আতিকুল্লাহ খান কোরআন সুন্নাহর আলোকে যেভাবে প্রতিষ্ঠিত করেছেন সেই পথের আলোকে আমরা কাজ করে যাব। আমরা অনেক সময় অসৎ কাজে নিষেধ করতে পারিনি। তবে ঘৃণা করেছি। সৎ কাজের আদেশ আমরা দিতে পারিনি। কিন্তু ইসলাম বলেছে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। তাই আপনারা সৎ কাজের আদেশ দেবেন, অসৎ কাজে নিষেধ করবেন।

ওয়াজেদিয়া আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা জাহেদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামীর আমির মাওলানা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সহসভাপতি মোরশেদুল আলম কাদেরী, মহানগর জামায়াতে ইসলামীর সাংগঠনিক সম্পাদক অধ্যাপক শামসুজ্জামান হেলালী, কুমিল্লা ওয়াজেদিয়া খানকার সভাপতি আলহাজ আব্দুল হক।

উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা শামসুল আলম, জি এম আইয়ুব খান, ইদ্রিস আলী, বায়েজিদ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাদের জসিম, আবদুর রহিম, পাঁচলাইশ ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি মো. ইলিয়াছ, সাধারণ সম্পাদক এস এম আবুল কালাম আবু, জালালাবাদ ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বেলালসহ বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ ও ওলামায়ে কেরামগণ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুব এশিয়া কাপ / শিরোপা ধরে রাখার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ কারা?

হাসিনার নির্যাতন-লুটতরাজের কারণে আ.লীগের পতন হয়েছে : মাসুদ সাঈদী

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর গুরুতর অসুস্থ

নারীদের মাপ নেবে না পুরুষ দর্জি, নারীদের সুরক্ষায় নতুন প্রস্তাব

যশোরে টেন্ডারবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

নিপসমকে পাবলিক হেলথ ইউনিভার্সিটি করার দাবি

লাভের প্রলোভন দেখিয়ে ধরা ‘আমিরাতের প্রিন্স’, অতঃপর...

এমএলএসে নতুন রেকর্ডের সামনে মেসি

‘অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্রসংস্কার ও নির্বাচন নিয়ে একইসঙ্গে ভাবতে হবে’

ট্রাম্পের জয়ে ইলন মাস্কের রেকর্ড আয়

১০

হাজারীবাগে নির্মাণাধীন ভাগাড় অন্যত্র স্থানান্তরের দাবি

১১

আসিফ নজরুলের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, জামায়াতের নিন্দা

১২

সেন্টমার্টিন নিয়ে পরিবেশ উপদেষ্টার বক্তব্য অবৈজ্ঞানিক : স্টুডেন্টস ফর সভারেন্টি

১৩

পোস্টার ছেঁড়া নিয়ে যা বললেন ছাত্রদল সাধারণ সম্পাদক 

১৪

সমতার সুযোগ দেখছেন মিরাজরা

১৫

আদালত চাইলে হাসিনাকে ফেরত দেবে ভারত, আশা জামায়াত আমিরের

১৬

কেমন ছিল ট্রাম্পের বিবাহিত জীবন

১৭

অবকাঠামো উন্নয়নে পেশাজীবীদের যথাযথ সংশ্লিষ্টতা নিশ্চিত করা জরুরি

১৮

২০২৫ সালের মধ্যে নির্বাচন দিতে হবে : দুলু

১৯

এগিয়ে আনা হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষার সম্ভাব্য তারিখ

২০
X