চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ০৭:৪১ এএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৪, ০৮:০৮ এএম
অনলাইন সংস্করণ

হাজারী লেইনকাণ্ড : ৩৩ জনকে পারিবারিক জিম্মায় ফেরত

চট্টগ্রাম নগরের দামপাড়ায় হাজারী লেনের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম নগরের দামপাড়ায় হাজারী লেনের সংঘর্ষ নিয়ে সংবাদ সম্মেলন করে যৌথ বাহিনী। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে হাজারী লেইন থেকে গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৩৩ জনকে তাদের পরিবারের জিম্মায় ফেরত দেওয়া হয়েছে।

বুধবার (৬ নভেম্বর) রাতে নগর পুলিশের উপ-কমিশনার (গণসংযোগ) কাজি মোহাম্মদ তারেক আজিজ কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

তারেক আজিজ জানান, মঙ্গলবার (৬ নভেম্বর) হাজারী লেইনে এসিড নিক্ষেপের ঘটনায় ৩৩ জনকে তাদের পারিবারক জিম্মায় ফেরত দেওয়া হয়েছে। বাকি ৪৯ জনকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করা হয়েছে।

এর আগে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাজারী লেইনের ঘটনায় ৮২ জনকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছিল নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার ( ক্রাইম) মো. রইছ উদ্দীন।

এ ছাড়া বুধবার দুপুরে নগরের দামপাড়ায় যৌথ বাহিনী এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে ঘটনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরে টাস্কফোর্সের-৪ মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল ফেরদৌস আহমদ বলেন, মঙ্গলবার রাতে হাজারী লেনে এসিড নিক্ষেপের ঘটনায় সন্দেহভাজন ৮০ জকে আটক করা হয়েছে। ঘটনাস্থলের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তথ্য যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত দুষ্কৃতিকারীদের শনাক্তকরণের প্রক্রিয়া চলমান। আটক ব্যক্তিদের সংশ্লিষ্ট থানায় প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতে হস্তান্তরের বিষয়টিও প্রক্রিয়াধীন। পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে এবং হাজারী গলিসহ নগরীর অন্যান্য এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, মাঠপপর্যায়ে আমরা গোয়েন্দা তথ্য যাচাই-বাছাই করছি। সে অনুযায়ী আমরা আইনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করবো। আইন তার নিজস্ব ধারায় চলবে।

হাজারি লেনের দোকান সিলগালার বিষয়ে তিনি আরও বলেন, যেহেতু ওই এলাকায় সেনা ও পুলিশ সদস্যের ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে সেই প্রেক্ষিতে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দোকানগুলো সিলগালা করা হয়েছে। আমরা সংশ্লিষ্টতা খুঁজে বেড়াচ্ছি। তদন্ত কার্যক্রম শেষ করে দোকানগুলোর স্বাভাবিক কার্যক্রম নিশ্চিত করা হবে।

আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে এ সেনা কর্মকর্তা বলেন, দুষ্কৃতকারীদের কোনো জাতি, ধর্ম, বর্ণ ও রাজনৈতিক পরিচয় নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই বার্সেলোনাকে থামাবে কে?

কমলা হ্যারিসের সমাবেশস্থল জনশূন্য, পড়ে আছে চেয়ার

মুশফিকের আঙুলে চোট, দ্বিতীয় ম্যাচে অনিশ্চিত

ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক রেজানুর রহমান

ব্যবসায়ী ওয়াদুদ হত্যায় / সাবেক মন্ত্রী আমুর ১০ দিনের রিমান্ড আবেদন

বঙ্গোপসাগরে জলদস্যুর গুলিতে জেলে নিহত

আসছে কাঙ্ক্ষিত ‘রামায়ণ’

২৭তম বিসিএসে বাদ পড়া ১১৩৭ জনের ভাগ্য খুলতে পারে

বিজয়ের মাস নিয়ে দিঠির পরিকল্পনা

জনবল নেবে আল-আরাফাহ ইসলামী ব্যাংক

১০

কমলা হ্যারিসের হারে বারাক ওবামার আবেগঘন স্ট্যাটাস

১১

ছাত্র-জনতার অভ্যুত্থান / বগুড়ায় হতাহত পরিবারের পাশে তারেক রহমান

১২

২০৩ একর জমি অধিগ্রহণে ৭ দিনের আলটিমেটাম

১৩

লাহোরে ভয়াবহ বায়ুদূষণ, ঢাকার খবর কী

১৪

রাজার পাশেই গোলামের হোটেল!

১৫

চট্টগ্রামের হাজারী গলিতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৮০

১৬

সাতক্ষীরায় ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

১৭

টিভিতে আজ বৃহস্পতিবার দেখা যাবে যেসব খেলা

১৮

হোস্টেল সুপারভাইজার পদে চাকরি

১৯

প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নেবেন ট্রাম্প

২০
X