শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৫২ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ১১:০৪ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ১৩০ টাকা ডজন ডিম বিক্রির ঘোষণা

চট্টগ্রামে ১৪০ টাকায় ডিম বিক্রি করছেন ১১ তরুণ। ছবি : কালবেলা
চট্টগ্রামে ১৪০ টাকায় ডিম বিক্রি করছেন ১১ তরুণ। ছবি : কালবেলা

লাফিয়ে বাড়ছে নিত্যপণ্যের দাম। বাজার যখন সিন্ডিকেটে বন্দি, তখন নিম্নবিত্তদের আশার আলো হয়ে এসেছেন চট্টগ্রামের ১১ তরুণ। এই ‘দুঃসময়ে’ অসহায় মানুষদের মাঝে ১৪০ টাকায় এক ডজন ডিম বিক্রি করছেন তারা।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মোড়ে ডিম বিক্রি দিয়ে শুরু হয় তাদের এই কার্যক্রম।

শুক্রবার (১৮ অক্টোবর) তারা ডিম বিক্রি করেছেন চকবাজারের দুটি মোড়ে। তাদের সেই ডিম বিক্রি কর্মসূচি চলবে সিন্ডিকেট ভাঙা পর্যন্ত।

ন্যায্যমূল্যে ডিম বিক্রির এই উদ্যোগ নিয়েছেন মোহাম্মদ আরিফ নামের এক তরুণ। পরে তার সঙ্গে যোগ দেন মোহাম্মদ ইমরান, রেজাউল করিম, মো. সেলিম, মো. সোহেল, মোহাম্মদ সাইফুল ইসলাম, আবদুল শুক্কুর, মাসুদ আহমেদ, ইঞ্জিনিয়ার ইমাম হাসান, নুর জামান ও মোহাম্মদ জিয়া বাবলু নামের আরও ১০ তরুণ।

বৃহস্পতিবার বিকেলে বহদ্দারহাটের দুটি মোড়ে ৩ হাজার ডিম বিক্রি করেন এই তরুণরা। সেখানে ব্যাপক সাড়া মেলায় ও মানুষদের অনুরোধে তারা শুক্রবার বিকেলে চকবাজারের অলি খাঁ মসজিদের সামনে এবং গোলজার মোড়ে ডিম বিক্রি শুরু করেন। এদিন তারা মানুষদের হাতে ৬ হাজার ডিম তুলে দেন। তৃতীয় দিন শনিবার চট্টগ্রামের কিছু উদ্যমী তারুণ্যের উদ্যোগে এবং কয়েকজন খামারির অনুপ্রেরণায় ডিমের ডজন ১৩০ টাকায় বিক্রি হবে কোতোয়ালী মোড়ে। বিকেল ৪টা থেকে সংগ্রহ করা যাবে ডিম।

শুক্রবার বিকেল পাঁচটার দিকে গোলজার মোড়ে গিয়ে দেখা যায়, ভ্যানের ওপর তাকে তাকে ডিম। চারপাশে উপচে পড়া মানুষের ভিড়। এতটাই বেচাকেনা হচ্ছিল একটু অবসরের ফুরসতও পাচ্ছিলেন না তরুণরা। প্রতিজনকে ১ ডজনের বেশি ডিম দিচ্ছিলেন না তারা। তবে নারীরা যেহেতু প্রায় সময় বাসা থেকে বের হতে পারেন না, তাই তাদের দেড় ডজন ডিম কেনার সুযোগ দিচ্ছেন তারা।

এই উদ্যোগের প্রধান মোহাম্মদ আরিফ বলেন, দ্রব্যমূল্যের যে অসহনীয় ঊর্ধ্বগতি, সাধারণ মানুষ একটা ডিমও খেতে পারছেন না। অনেক ঘর আছে এক-দু মাস ডিম কিনতে পারেনি। এটা আমাদের খুবই পীড়া দিচ্ছে। ওই চিন্তা থেকে আমরা এই উদ্যোগের কথা ভাবি।

মোহাম্মদ ইমরান, রেজাউল করিম, মো. সেলিম বলেন, সিন্ডিকেটের কারণেই প্রতিটি পণ্যের দাম বেড়েছে। আমরা চিন্তা করছি, সরাসরি খামার থেকে ডিম এনে এরকম কার্যক্রম চালাই তাহলে সিন্ডিকেট ধ্বংস হয়ে যাবে। আমাদের চাওয়া-সিন্ডিকেট ধ্বংস হোক, জনগণের জয় হোক।

তরুণদের উৎসাহ দিতে ঘটনাস্থলে মাথায় লাল সবুজের পতাকা লাগিয়ে হাজীর হন প্রবীণ গাজী মোহাম্মদ নুরুল ইসলাম শাহ। তিনি বলেন, সিন্ডিকেট, দুর্বৃত্ত আর মুনাফাভোগীদের কারণে সবকিছুর দাম বাড়ছে। এই চক্র তরুণদের হাত ধরে যে দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি সেটিকে নস্যাৎ করে দিতে চায়।

অন্য মানুষদের সঙ্গে সেখানে লাইনে দাঁড়িয়ে ডিম কিনছিলেন ট্রাফিক পুলিশের সদস্য মোহাম্মদ ফোরকানুল ইসলাম। তিনি বলেন, তরুণদের এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এমন ভিন্নধর্মী উদ্যোগের কারণে সাধারণ মানুষও ডিম খেতে পারবেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী ফ্যাসিবাদীরা আমাদের প্রাণনাশের হুমকি দিচ্ছে : নাসীরুদ্দীন

ঢাকায় মসজিদ দখল করতে হামলা, আহত ৫

যত দ্রুত সম্ভব নির্বাচন দিন : আব্দুস সালাম

গবেষণায় মাইক্রোপ্লাস্টিক নিয়ে ভয়ংকর তথ্য

ইসরায়েলের বিরুদ্ধে আবারও গর্জে উঠলেন এরদোয়ান

রাশিয়ায় গোপনে সেনা পাঠাচ্ছে ‍উত্তর কোরিয়া

১৪ বছর পরে দেশে ফিরলেন বিএনপি নেতা আবুল হোসেন

সেই চার পুলিশ কর্মকর্তার তিনজন গ্রেপ্তার

র‍্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা জবির

উগান্ডায় বন্দি কন্যাকে মুক্ত করতে জাতিসংঘে গেলেন ভারতীয় ধনকুবের

১০

কথা স্পষ্ট, দলের নিয়ম ভঙ্গ করলেই ব্যবস্থা : নয়ন

১১

এবার ভয়ংকর সেই আয়নাঘর নিয়ে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন

১২

দ্রব্যমূল্যের অসহনীয় উচ্চ মূল্যে খেলাফত মজলিসের ক্ষোভ প্রকাশ

১৩

বার্সায় ইয়ামাল মেসি, ক্রুইফের মতো হবেন

১৪

নিরপরাধী নয় অপরাধীকে আইনের আওতায় আনা হবে : এসএম জিলানী

১৫

সরকারি পদক্ষেপে ডিমের দাম হালিতে কমেছে ১০ টাকা

১৬

লেবাননের হামলায় ইসরায়েলের ৩১ সেনা আহত

১৭

চট্টগ্রামে ১৩০ টাকা ডজন ডিম বিক্রির ঘোষণা

১৮

শেখ হাসিনাকে ফেরত না দিলে আন্দোলন : রাশেদ প্রধান

১৯

ভোগ্য পণ্য আমদানিতে শীর্ষে নাবিল গ্রুপ

২০
X