চট্টগ্রাম নগরের বায়েজিদ থানার কুয়াইশ সড়কে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজনের নিহত হয়েছে। তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটায় বুড়িশ্চরের নাহার গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, কুয়াইশ এলাকায় দু'গ্রুপের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০-২৫ জন। আরও ২ জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের এভার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা কালবেলাকে বলেন, নাহার গার্ডেনের সামনে দুইজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। তাদের মরদেহ এভার কেয়ার হাসপাতালে রয়েছে। আমরা ঘটনাস্থলের পথে রয়েছি। কিভাবে কী হয়েছে তা পরে বিস্তারিত জেনে জানাবো।
মন্তব্য করুন