সকাল থেকে বন্দর নগরী চট্টগ্রামে ভারি ও মাঝারি বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টি উপেক্ষা করেই ভিজে ভিজে গণমিছিল করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার শিক্ষার্থী।
শুক্রবার (২ আগস্ট) জুমার নামাজের পর থেকেই নগরের আন্দরকিল্লাহ জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বের হয় এই মিছিল।
আন্দরকিল্লাহ থেকে টেরিবাজার ও কোতোয়ালি হয়ে গণমিছিলটি নিউমার্কেট মোড়ে অবস্থান করছে। ছাত্রদের সঙ্গে রয়েছে কয়েকশ ছাত্রীও। সবার মুখে একই স্লোগান- উই ওয়ান্ট জাস্টিস।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি বলেন, গণহত্যা, গণগ্রেপ্তার ও শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে আজকের কর্মসূচি। এ কর্মসূচির কাছে বৃষ্টি কিছুই না।
তিনি আরও বলেন, শুধু ছাত্র-ছাত্রীই নয়, আমাদের সঙ্গে সাধারণ মানুষও অংশ নিয়েছেন। কয়েক হাজার মানুষ বৃষ্টিতে ভিজে বিচারের দাবি জানাচ্ছেন।
মন্তব্য করুন