কোটা আন্দোলনকারীদের বিক্ষোভে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে যান চলাচল বন্ধ। শাহ আমানত সেতু এলাকায় কোটা আন্দোলনকারীদের বিক্ষোভের ফলে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুলাই) সকাল ১০টায় নতুন ব্রিজ এলাকায় জড়ো হতে শুরু করে কোটা আন্দোলনকারীরা।
বিষয়টি নিশ্চিত করেন কোটা সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক আবুল ফয়েস মামুন। তিনি কালবেলাকে বলেন, সকাল ১০টায় নতুন ব্রিজ এলাকা আমাদের কর্মসূচি শুরু হয়েছে। সবাই এখনো এসে পৌঁছায়নি। তার আগেই জন স্রোত শুরু হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামেও টোটাল শাটডাউন পালন করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার বিকেলে নগরের মুরাদপুর এলাকায় কোটাবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষ হয়। এতে তিনজনের মৃত্যু হয়। তাদের মধ্যে একজন ছাত্রলীগ, একজন ছাত্রদল ও আরেকজন পথচারী।
তিনজন নিহতের ঘটনায় এখন পর্যন্ত পৃথচ চারটি মামলায় সাড়ে ৭ হাজার জনকে আসামি করা হয়েছে। যেখানে একজন ছাড়া বাকি সবাইকে অজ্ঞাত উল্লেখ করা হয়। মামলার পর বুধবার রাত পর্যন্ত ৮৮ জনকে গ্রেপ্তার করেছে নগর পুলিশ।
মন্তব্য করুন