উৎসহ উদ্দীপনার মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তিতে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ন রশিদ।
প্রধান অতিথি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মদ হুমায়ন রশিদ বলেন, ‘সকল ধরনের সংবাদ, সবার আগে সবার কাছে পৌঁছানোর এখন বড় মাধ্যম হলো অনলাইন নিউজ মাধ্যম। যা কালবেলা ইতিমধ্যে ১ বছরের মধ্যেই অনলাইন জগতে ঈর্ষণীয় ভূমিকা পালন করেছে।’
ইউএনও বলেন, ‘প্রিন্ট নিউজের পাশাপাশি অনলাইন ও মাল্টিমিডিয়া ভিডিও কন্টেন্ট মাধ্যমে সকলের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে কালবেলা পত্রিকা। সমাজের সকলের নিকট সমান গ্রহণযোগ্য এই গণমাধ্যমকে আমরা প্রতিষ্ঠাবার্ষিকীতে শুভ কামনা জানাই। পাশাপাশি নতুন নতুন সংবাদের মাধ্যমে আমাদের জ্ঞানের পরিধি বিস্তৃত করতে এই গণমাধ্যম সামনেও অগ্রণী ভূমিকা রাখবে।’
কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়ের সভাপতিত্বে ও সাংবাদিক ফয়েজ আহমেদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড এম আনোয়ার হোসেন, উপজেলা প্রকৌশলী সৈয়দ মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. খায়রুল আলম, ভাস্কর্য শিল্পী সমীরণ দত্ত, বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান, পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম চৌধুরী, যুগান্তরের শাহরাস্তি প্রতিনিধি ফয়সাল আহম্মেদ, সাংবাদিক জসীম উদ্দিন, রাফিউ হাসান হামজা, শিহাব আল নাহিয়ান, রিপন মোল্লা প্রমুখ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, কালবেলার শাহরাস্তি প্রতিনিধি ও প্রেস ক্লাব সাধারণ সম্পাদক স্বপন কর্মকার।
শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফারুক আহমেদ চৌধুরী, সিনিয়র সহসভাপতি সজল পাল, সাংবাদিক হাসানুজ্জামান, রফিকুল ইসলাম পাটোয়ারী, আহসান হাবীব।
মন্তব্য করুন