কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শরীয়তপুরে ভেদরগঞ্জ উপজেলায় আলোচনাসভা হয়েছে। রোববার (২২ অক্টোবর) বিকেলে ভেদরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ আয়োজন করা হয়। এ সময় কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
দৈনিক কালবেলা পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
দৈনিক কালবেলার শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. মিরাজ সিকদারের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী পুলিশ সুপার ভেদরগঞ্জ সার্কেল মুশফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক মাদবর, ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নজরুল ইসলাম, সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার, ভেদরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার ডি এম আমির হোসেন, ভেদরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি মুন্না সিকদার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও একুশে টেলিভিশনের জেলা প্রতিনিধি আবুল বাসার, ভেদরগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি সহিদ উজ্জামান খান, আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক ও প্রকাশক টি এম গোলাম মোস্তফা, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জেলা প্রতিনিধি ছগির হোসেন, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এস এম শাকিল, সখিপুর প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক যুগান্তরের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আহম্মেদ শাকিল, সখিপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ টাইমসের জেলা প্রতিনিধি জি কে সানজিদ।
এ ছাড়া সাপ্তাহিক বার্তা বাজার পত্রিকার সম্পাদক সোহেল রানা, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইফ রুদাদ, প্রতিদিনের সংবাদের জেলা প্রতিনিধি রায়েজুল আলম, দৈনিক কালের কণ্ঠ পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান সিহাব, দৈনিক যায়যায়দিন পত্রিকার ডামুড্যা উপজেলা উপজেলা প্রতিনিধি কালাম সরদার, দৈনিক খোলা কাগজের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম ঢালী, দৈনিক প্রতিদিন খবরের জেলা প্রতিনিধি মিরাজ পালোয়ান, দৈনিক আমার সংবাদের গোসাইরহাট উপজেলা প্রতিনিধি নয়ন দাস, দৈনিক আমার সংবাদের ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মাসুম তালুকদার, দৈনিক গণমুক্তি পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি শফি দেওয়ান উপস্থিত ছিলেন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক রুদ্র বার্তার স্টাফ রিপোর্টার নাসির খান, দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেলা প্রতিনিধি মেহেদী হাসান, দৈনিক কালবেলা পত্রিকার ডামুড্যা উপজেলা প্রতিনিধি ইয়ামিন কাদের নিলয়, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক সংবাদ মোহনার জেলা প্রতিনিধি আমান আহমেদ সজিব, গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি আকাশ, মফস্বল সাংবাদিক ফোরাম ভেদরগঞ্জ উপজেলার সভাপতি আনোয়ার হোসেন বাবু, দৈনিক রুদ্র বাংলার জেলা প্রতিনিধি আক্তার হোসেন, ইংরেজি গ্লোবাল ন্যাশন পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি সাদ্দাম হোসেন, পরিবেশ ও মানবাধিকার কর্মী আমির হোসেন, দৈনিক বর্তমান কথা পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি মোখলেছুর রহমান, দৈনিক মুক্তকণ্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি ওমর ফারুক প্রমুখ।
আলোচনা সভায় অতিথিরা বলেন, মাত্র এক বছরের মধ্যেই কালবেলা পত্রিকা তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। কালবেলা পত্রিকা দেশের সব মানুষের কথা বলে। তাদের এ ধারা অব্যাহত থাকলে অচিরেই পত্রিকাটি দেশের সবচেয়ে জনপ্রিয় গণমাধ্যমে পরিণত হবে।
সভাপতির বক্তব্যে কালবেলা পত্রিকার ভেদরগঞ্জ উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় বলেন, ‘পাঠকদের সহযোগিতা ও ভালোবাসায় কালবেলা বহুদূর এগিয়ে যাবে।’
মন্তব্য করুন