চাঁদপুরের হাজীগঞ্জে দেশের শীর্ষস্থানীয় জাতীয় দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে মঙ্গলবার (১৭ অক্টোবর) হাজীগঞ্জ পৌরসভার হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব উল আলম লিপন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবদুর রশিদ।
কালবেলার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি মজিব পাটওয়ারী পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তরের হাজীগঞ্জ প্রতিনিধি খালেকুজ্জামান শামীম, সাপ্তাহিক ত্রিনদীর পত্রিকার সম্পাদক মহিউদ্দিন আল আজাদ, দেশকণ্ঠের সম্পাদক এনায়েত মজুমদার, হাজীগঞ্জ রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সিফাত, দৈনিক চাঁদপুর দর্পণের অফিস প্রধান মিরাজ মুন্সী, সাপ্তাহিক মানব সমাজ পত্রিকার প্রধান সম্পাদক গাজী নাছির, দৈনিক সুদীপ্ত চাদপুরের প্রতিনিধি সাইফুল ইসলাম, সাপ্তাহিক মানবসমাজ পত্রিকার বার্তা সম্পাদক মনজুর আলম পাটওয়ারী, দৈনিক ইলশেপাড়ের অফিস প্রধান মোহাম্মদ হাবিব উল্যাহ, দৈনিক চাঁদপুর সময়ের প্রতিনিধি হুমায়ন কবির, দৈনিক সংবাদের প্রতিনিধি সুজন দাস, দৈনিক গনকণ্ঠের হাজীগঞ্জ প্রতিনিধি মজিবুর রহমান রনি, আমার বার্তার হাজীগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ উল্যাহ বুলবুল, কেন্দ্রীয় পেশাজীবী পরিষদের সহসভাপতি জহির হোসাইন টিপু, জাহাঙ্গীর হোসেন, এ আর কম্পিউটার সেন্টারের স্বত্বাধিকারী আলাউদ্দিন আহমেদ, পপুলার বিডিনিউজের বিজ্ঞাপন ম্যানেজার হাসান আহমেদ প্রমুখ।
মন্তব্য করুন