চুয়াডাঙ্গায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক কালবেলার নবযাত্রার প্রথম বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় চুয়াডাঙ্গা প্রেস ক্লাব মিলনায়তনে উপস্থিত গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে কেক কেটে ও মিষ্টি মুখ করে উদযাপন অনুষ্ঠান শুরু হয়ে।
দৈনিক কালবেলার চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) মো. নাজিম উদ্দীন আজাদ। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুশাসনের জন্য নাগরিক (সুজন) এবং দুর্নীতি দমন কমিটির জেলা সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান, দৈনিক সময়ের সমীকরণের প্রধান সম্পাদক ও বাংলাদেশ সাংবাদিক সমিতির চুয়াডাঙ্গা শাখার সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, চুয়াডাঙ্গা চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক ও জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কিশোর কুমার কুন্ডু, চেম্বার অ্যান্ড কমার্সের পরিচালক হাজী হারুন অর রশিদ, পুলিশ পরিদর্শক (ক্রাইম) মাহমুদ হোসেন প্রমুখ।
মন্তব্য করুন