পটুয়াখালীর দুমকিতে জন্মদিনের কেক কাটা ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দৈনিক কালবেলার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
সোমবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রেস ক্লাব দুমকির হলরুমে দৈনিক বাংলাদেশের আলো পত্রিকার উপজেলা প্রতিনিধি ও প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মো. জসিম উদ্দিন সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মো. মিজানুর রহমান সিকদার।
প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেশরূপান্তর প্রতিনিধি মজিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে দুমকি থানার ওসি (তদন্ত) মো. মাহবুবুর রহমান, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো. আসাদুজ্জামান আসাদ, সহযোগী অধ্যাপক মো. সহিদুল ইসলাম, শ্রীরামপুর ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী মৃধা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এল এ এম ইউনাইটেড মহিলা কলেজের সিনিয়র প্রভাষক মো. আনিসুর রহমান মিন্টু, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক, মৌকরণ বিএলপি কলেজের সহকারী অধ্যাপক মো. মাইনুল ইসলাম, সহদপ্তর সম্পাদক সৈয়দ জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
দৈনিক কালবেলার সাফল্য কামনা করে শুভেচ্ছা বক্তৃতা দেন মো. হারুন অর রশিদ, যুগান্তর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম প্রমুখ। এ ছাড়া কালবেলার উপজেলা প্রতিনিধি মো. রাজিবুল ইসলাম অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
আলোচনা সভা শেষে কেক কেটে দোয়া-মোনাজাতের মধ্য দিয়ে অনুষ্ঠানের শেষ হয়।
মন্তব্য করুন