কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৫:৩৬ এএম
আপডেট : ২০ জুন ২০২৪, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ

কেন ৩ দিন কোরবানির বর্জ্য পড়ে ছিল বনশ্রীতে

রামপুরায় বনশ্রী খাল পাড়ে ফেলে রাখা বর্জ্য অপসারণ করছে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি : কালবেলা
রামপুরায় বনশ্রী খাল পাড়ে ফেলে রাখা বর্জ্য অপসারণ করছে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতাকর্মীরা। ছবি : কালবেলা

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের হাঁকডাকের মধ্যে রামপুরায় বনশ্রী খালপাড়ের একটি অংশে ঈদের তিনদিন পরেও বর্জ্য পড়ে ছিল।

বুধবার (১৯ জুন) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কেউ সেই বর্জ্য অপসারণ করেননি।

খালপাড়ের ওই অংশ কোন সিটি করপোরেশনের সীমানায় পড়েছে তা সুস্পষ্ট না হওয়ায় কেউ আসেনি বর্জ্য সরাতে। পরে বুধবার দুপুর ১২টার পর থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন বর্জ্যের স্তূপ সরানোর কাজ শুরু করে।

বনশ্রী খালপাড়ের ওই অংশ দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের সীমানায় অবস্থিত। সে জন্য সেখান থেকে কোনো সিটি করপোরেশন বর্জ্য অপসারণ করেনি।

ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, বিষয়টি নজরে আসার পর করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দেন।

কর্মকর্তাদের নির্দেশ দিয়ে তিনি (মিজানুর) বলেন, এলাকা কোন সিটি করপোরেশনের আওতাধীন তা নিয়ে দড়ি টানাটানি না করে ঢাকাবাসীকে স্বস্তি দিতে বনশ্রী খালপাড়ের সেই বর্জ্য অপসারণ করুন।

প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুসারে দুপুর ১২টার পর থেকে দক্ষিণ সিটির পরিচ্ছন্নতা কর্মীরা ১০টি ডাম্প ট্রাক, একটি হুইল এক্সাভেটর ও একটি বেক-হো লোডার দিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে।

বৃহস্পতিবারের মধ্যে সেখানকার বর্জ্য পুরোপুরি অপসারণ করার কথা বলেছে ঢাকা দক্ষিণ সিটি।

এ বিষয়ে কোনো বক্তব্য দিতে চাননি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কর্মকর্তারা।

এদিকে সব মিলিয়ে ঈদের দিন থেকে তিন দিনে ২৩ হাজার ৯৫৮ টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, বুধবারও ঢাকা দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে ৫৫টিতে কোরবানির পশু জবাই হয়েছে। এরই মধ্যে সেগুলো থেকে শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে।

এর আগে সোমবার কোরবানির প্রথম দিন রাত ১২টা পর্যন্ত ২ হাজার ৫০৮টি ট্রিপের মাধ্যমে ১১ হাজার ৬৮৫ টন; মঙ্গলবার দ্বিতীয় দিনে রাত ১২টা পর্যন্ত ১ হাজার ৯৭৪টি ট্রিপের মাধ্যমে ৯ হাজার ৩৯ টন এবং বুধবার বিকাল ৬টা পর্যন্ত ৮৩৭টি ট্রিপের মাধ্যমে ৩ হাজার ২৩৪ টন বর্জ্য অপসারণ করা হয়।

জনসংযোগ কর্মকর্তার দাবি, বুধবার সন্ধ্যা ৬টার মধ্যে সব পশুর হাটের শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। সবশেষ মেরাদিয়া হাটের বর্জ্য অপসারণ করা হয়।

অপরদিকে উত্তর সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বুধবার বিকেল ৫টা পর্যন্ত ৪১৭৭ ট্রিপের মাধ্যমে মোট ২০,১০৫ টন বর্জ্য অপসারণ করা হয়েছে।

এর মধ্যে মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত ৯২৭ ট্রিপে ৪,০০৯ টন এবং ঈদের দিন সোমবার দুপুর ২টা থেকে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে রাত ৮টার মধ্যে সব ওয়ার্ড থেকে প্রায় ১০,৩৭৪ টন বর্জ্য অপসারণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাবানল থেকে পালাতে গিয়ে ‘নারকীয় অভিজ্ঞতা’ বাসিন্দাদের

‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ যুক্ত নয় মার্কিন সরকার : দূতাবাস

দ্রুত তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধনী পাসের দাবি

নতুন কর্মসূচি নিয়ে ফের মাঠে নামছে বিএনপি ও সমমনা দলগুলো

‘বহুভাষিক শ্রেণিকক্ষে ইংরেজি শিক্ষাদানের কৌশল উন্নয়ন’ শীর্ষক সম্মেলন

বিএনপির যুগ্ম মহাসচিব সালামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

কারও একক কৃতিত্বে জুলাই বিপ্লবে সফলতা আসেনি : নজরুল ইসলাম

ভারতীয় রুপির দরপতন চলছেই, দাম এখন ইতিহাসের সর্বনিম্নে

মায়ামির সাথে নতুন চুক্তিতে ইউরোপে ফেরার সুযোগ থাকছে মেসির

জন্মভূমিতে ফিরে যেভাবে নিজের অনুভূতি জানালেন মালালা

১০

শীতকালীন ঝড়, যুক্তরাষ্ট্রে ৩ হাজার ফ্লাইট বাতিল

১১

নারী কাবাডি বিশ্বকাপ প্রশিক্ষণে গেলেন বগুড়ার দুই খেলোয়াড়

১২

জনগণের সংকটে পাশে থাকার দল বিএনপি : শেখ রবি

১৩

অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধে রাজি নেতানিয়াহু

১৪

প্রবাসীদের যে আহ্বান জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

১৫

বিশ্বকাপ টিকিট নিশ্চিতেই চোখ জ্যোতির

১৬

ছাত্রলীগ নেতা চমক রিমান্ডে

১৭

‘তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলাকে গুরুত্ব দিচ্ছে বিএনপি’

১৮

সাজা নিয়েই হোয়াইট হাউসে যাচ্ছেন ট্রাম্প

১৯

ব্রিটিশ প্রধানমন্ত্রীর নৈশভোজে আওয়ামী লীগের পলাতক নেতা

২০
X