কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুন ২০২৪, ০৮:১৮ পিএম
অনলাইন সংস্করণ

হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের ঘটনায় সামাজিক প্রতিরোধ কমিটির নিন্দা

‘নারীর ওপর পুলিশি নির্যাতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়’ প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি : কালবেলা
‘নারীর ওপর পুলিশি নির্যাতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়’ প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছে সামাজিক প্রতিরোধ কমিটি। ছবি : কালবেলা

হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ, সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা প্রায়ই ঘটছে। এসব ঘটনাকে প্রতিহত করতে বাংলাদেশের প্রায় সব ইউনিয়ন ও ওয়ার্ডে সরকারের একাধিক কমিটি থাকলেও কমিটিগুলোর তৎপরতা খুব বেশি লক্ষ্য করা যায় না। এ ধরনের ঘটনার নিন্দা জানিয়েছে সামাজিক প্রতিরোধ কমিটির সদস্যরা।

বৃহস্পতিবার (১৩ জুন) বিকাল সাড়ে ৩টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সামাজিক প্রতিরোধ কমিটির উদ্যোগে সাম্প্রতিক সময়ে ‘নারীর ওপর পুলিশি নির্যাতন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনায়’ প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ওই কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। বক্তব্য দেন- বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু। সামাজিক প্রতিরোধ কমিটির সদস্য সংগঠনের মধ্যে বক্তব্য দেন নাগরিক উদ্যোগ, বাংলাদেশ নারী প্রগতি সংঘ, দ্য হাঙ্গার প্রজেক্ট, ঢাকা ওয়াইডব্লিউ সিএ, জাতীয় মহিলা আইনজীবী সমিতি এবং ব্লাষ্ট এর প্রতিনিধি।

হরিজনদের উচ্ছেদের ঘটনায় সরেজমিনে দেখা ঘটনার বিবরণ দেন বাংলাদেশ মহিলা পরিষদের আইনজীবী সিনোমে মারমা।

মালেকা বানু বলেন, রাষ্ট্রীয় প্রশাসনের ক্ষমতায় থাকা ব্যক্তিদের দ্বারা মানবাধিকার লংঘনের ঘটনা ঘটছে যা অত্যন্ত নিন্দাজনক। আমরা দেখছি প্রতিটি ঘটনার কেন্দ্রবিন্দু হয়ে উঠছে সাম্প্রদায়িক চিন্তা, চেতনা ও মনোভাব। অন্য দিকে হরিজন সম্প্রদায়ের পুনর্বাসনের চিন্তা না করেই ব্যবসায়িক বিনিয়োগের বিস্তারের লক্ষ্যে তাদের উচ্ছেদ করা হলো। এমনটি প্রতিনিয়তই হচ্ছে যা কোনভাবেই কাম্য নয়।

তিনি অপরাধ দমনে প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত এবং মানবাধিকারের দর্শন প্রতিষ্ঠিত করে দেশ পরিচালনার জন্য রাষ্ট্রের প্রতি জোরালো আহ্বান জানান।

বক্তারা বলেন, নারীরা কর্মক্ষেত্র সহ দেশের বিভিন্ন সেক্টরে নারীরা এগিয়ে গেলেও তাদেরকে সামাজিকভাবে অবদমিত হতে হচ্ছে। পুলিশি হেফাজতে নারীর মৃত্যুও ঘটনাও কোনোভাবেই দেশে আইনের শাসনকে কায়েম করে না। মুক্তিযুদ্ধের চেতনায় একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং সমতাপূর্ণ রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হলেও তা আদৌ প্রতিষ্ঠিত হয়েছে কি না তারা মন্তব্য করেন।

তারা এসময় সকল ঘটনার পুনরাবৃত্তি রোধ করতে প্রশাসনের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের প্রতি জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে ডা. ফওজিয়া মোসলেম বলেন, বংশালে হরিজন সম্প্রদায়কে উচ্ছেদের ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে তাদের উচ্ছেদের ঘটনা, পুলিশি হেফাজতে নারীর মৃত্যু এবং ধর্মীয় অবমাননার নামে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় বারবার স্পষ্ট হয়ে উঠছে যে দেশে আইন কেউ মানছে না। বরং নিজেদের মতো আইনকে ব্যবহার করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিতে মাঠে থাকবে বিএনপি : আজাদ

সাড়ে ৩ কোটি টাকার চাল নিয়ে লাপাত্তা খাদ্যগুদাম কর্মকর্তা

সাতক্ষীরায় ৯ মাস বেতন পাচ্ছেন না ৪২০ শিক্ষক

সিরাজগঞ্জে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরে শান্তিপূর্ণভাবে চলছে পোশাক কারখানা

বৃষ্টি আর কত দিন থাকবে, জানাল আবহাওয়া অফিস

ইসরায়েলি হামলায় সিরিয়া-লেবানন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

দুপুরের মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

আরেক দেশ থেকে ইসরায়েলে হামলায় ২ সেনা নিহত, আহত ২৪

বিশ্ববিদ্যালয় দিবসে জবির স্লোগান ‘বিপ্লবে বলীয়ান নির্ভীক জবিয়ান’

১০

শিক্ষক দিবসে যেসব কর্মসূচি নেওয়া হয়েছে

১১

হত্যা মামলায় রসিকের সাবেক কাউন্সিলর মিলন গ্রেপ্তার

১২

বৈরুত বিমানবন্দরের পাশেই ইসরায়েলি তাণ্ডব

১৩

সিলেটে রায়হান হত্যা মামলায় ২ যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

৫ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৫

রোহিঙ্গা সংকট একটি তাজা টাইম বোমা : ড. ইউনূস

১৬

বন্যার পানিতে মায়ের লাশের সঙ্গে ভেসে এল শিশু

১৭

লেবাননের যোদ্ধাদের সঙ্গে সংঘর্ষ, পিছু হঠল ইসরায়েলি বাহিনী

১৮

সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর জানাজা কখন-কোথায়?

১৯

আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনায় বসবে বিএনপি

২০
X