বাঙালি সংস্কৃতিতে ঋদ্ধ সমাজ গড়ে তোলার মানসে ছায়ানটে ‘ভাষা-সংস্কৃতির আলাপ’ নামে বৈঠকের যাত্রা শুরু হচ্ছে। কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তরুণ-যুবাসহ ভাষা-সংস্কৃতি অনুরাগী বয়স্কজনের মানস-উৎকর্ষ চর্চার এই কার্যক্রম ১৪ দিন অন্তর প্রতি শনিবার সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
শুক্রবার এক লিখিত বিবৃতিতে ছায়ানট এই তথ্য জানিয়েছে। ছায়ানট জানিয়েছে, এটি সাহিত্য ও শিল্প বিষয়ে চর্চা ও পরস্পর বিনিময়ের একটি সুনির্দিষ্ট কর্মসূচি। এক বছর মেয়াদী কার্যক্রমের দশম আবর্তন শুরু হচ্ছে জুন থেকে।
বিশিষ্টজনদের মধ্যে থাকবেন মুস্তাফা মনোয়ার, বেগম আকতার কামাল, ড. সৈয়দ নিজার, ভীষ্মদেব চৌধুরী, জয়ন্ত চট্টোপাধ্যায়, জয়ন্ত রায়, ফকরুল আলম, তানভীর মোকাম্মেল, ম. হামিদ, মোহাম্মদ আজম, ড. ফওজিয়া মান্নান, মৃত্তিকা সহিতা, অভী চৌধুরী, লায়েকা বশীর প্রমুখ। ছায়ানট সংস্কৃতি-ভবন থেকে ফরম সংগ্রহ করতে হবে।
মন্তব্য করুন