রাজধানীর বেইলি রোডে আগুনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উৎপল বড়ুয়া।
শনিবার (২ মার্চ) সন্ধ্যায় গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন তিনি।
তিনি বলেন, বেইলি রোডে আগুন লাগার ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। ভবনের মালিকসহ চারজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলার এজাহারে ভবনের মালিকসহ চারজনের নাম উঠে এসেছে। তদন্ত করে আটক করা হবে।
এর আগে শুক্রবার (১ মার্চ) অগ্নিকাণ্ডে কেউ অভিযোগ না দিলে, পুলিশ বাদী হয়ে মামলা করবে বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে এ পর্যন্ত ৪৬ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ৪৩ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। আহত ১৩ জনের মধ্যে ৬ জনকে ছাড়পত্র দিয়েছেন চিকিৎসকরা। বাকিদের চিকিৎসায় গঠন করা হয়েছে ১৭ সদস্যের মেডিকেল বোর্ড।
মন্তব্য করুন