কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:২৩ পিএম
অনলাইন সংস্করণ

প্রতিষ্ঠাবার্ষিকীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধিত করল শিবির

অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছবি : কালবেলা
অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। ছবি : কালবেলা

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর পশ্চিম শাখা।

শুক্রবার (৯ ফেব্রুয়ারি) রাজধানীর শহীদ কামরুজ্জামান আলম মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ঢাকা মহানগর পশ্চিম শাখা সভাপতি এমএ জামান ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। আয়োজনে শাখার অন্যান্য নেতৃবৃন্দ এবং অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল প্রধান অতিথির বক্তব্যে অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'সহস্র অমানবিক জুলুম, নির্যাতন ও প্রতিকুলতার পথ মাড়িয়ে মেধাবীদের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ৪৭তম বছরে পদার্পণ করেছে। আমাদের চলার পথ পুষ্পশোভিত ছিল না। সোনার বাংলাদেশ গড়তে ১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে ইতোমধ্যে আমরা ২৩৪ জন ভাইকে হারিয়েছি। ক্ষমতার মোহে আওয়ামী সরকার দেশকে ধ্বংস করে ফেলেছে। দেশকে অন্যদেশের করদরাজ্যে পরিণত করেছে। শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে। স্বাধীনতার পর সবচেয়ে অন্ধকার সময় পার করছে বাংলাদেশ। দেশকে এই সঙ্কটাপন্ন অবস্থা থেকে রক্ষা করতে একদল দেশপ্রেমিক মেধাবীকে এগিয়ে আসতে হবে। আমরা বিশ্বাস করি, সেই মেধাবীদের সংখ্যাগরিষ্ঠের প্রিয় ঠিকানা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।’

তিনি বলেন, ‘দেশকে মুক্ত করার জন্য আমরা মেধাবীদের প্রতি আহ্বান জানাচ্ছি। অদম্য মেধাবীদের দেশপ্রেমের ক্ষেত্রেও অদম্য হতে হবে। স্বাধীনতা রক্ষা, জনগণের অধিকার আদায় ও স্বৈরাচারের পতন নিশ্চিত করতে আরেকবার অদম্য হতে হবে। আমরা না পারলে জনগণ হেরে যাবে, সত্যের পরাজয় হবে।’

শিবির সেক্রেটারি বলেন, 'আজকে যারা ক্ষমতায় বসে জুলুমতন্ত্র কায়েম করছে, সেই জায়গা দখল করতে হবে সত্যপন্থি মেধাবীদের। যে বিচারক ডিসি, এসপির আসনে বসে অবিচার করছে, সেই আসনে বসে সুবিচার নিশ্চিত করতে হবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সত্যপন্থি মেধাবী তরুণরা দেশকে পরিবর্তন করার জন্য নিজেকে যোগ্য করে গড়ে তোলার সিদ্ধান্ত নিলে আগামী দিনে কাঙ্ক্ষিত বাংলাদেশ দেখব, ইনশাআল্লাহ।’

জাহিদুল ইসলাম আরও বলেন, ছাত্রশিবিরের লক্ষ্য একটি সুন্দর, নিরাপদ, ইনসাফপূর্ণ সোনার বাংলা গড়া। ছাত্রশিবির আপনাদের হাত ধরে দুনিয়া ও আখিরাতের সফলতার পথে এগিয়ে নিতে চায়। মেধাবীদের পথচলায় ছাত্রশিবির সব সময় পাশে থাকবে, ইনশাআল্লাহ।’

অনুষ্ঠানে অদম্য মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদানের পাশাপাশি নগদ অর্থ ও বই খাতা প্রদান করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরটিভির পরিচালক ওয়াহিদুজ্জামানের মায়ের মৃত্যুতে দোয়া মাহফিল

ক্লাইমেট ট্যাংক এক্সেলারেটর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন খুবি

ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করল চুয়েট

শিশুরাও পাবে বড়দের সমান শাস্তি!

এখন নির্বাচন হলে কোন দল কত ভোট পাবে, উঠে এল জরিপে

ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৪ নাগরিকের উদ্বেগ

১৩০ দিন পর চালু হলো শেরপুর জেলা কারাগার

৪ মাসেও হামলাকারীদের বিষয়ে ব্যবস্থা নেয়নি জাবি প্রশাসন, শিক্ষার্থীদের ক্ষোভ

নতুন মামলায় ইমরান খান ও বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ গঠন

‘ইন্ডিয়ার দালাল প্রতিনিধি এদেশে বরদাশত করব না’

১০

পাকিস্তান দলের সঙ্গে যোগ দিতে অস্বীকৃতি গিলেস্পির

১১

গাজার ৯৬ শতাংশ শিশু মনে করে, ‘মৃত্যু ঘনিয়ে আসছে’

১২

ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু

১৩

এবার ট্রাম্পের অভিষেক তহবিলে জাকারবার্গের ১০ লাখ ডলার

১৪

কাসপারভকে টপকে দাবায় ইতিহাস গড়লেন গুকেশ

১৫

ঝিনাইদহে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

১৬

৫০ মিটারেও ইতিবাচক রাফি-যূথী

১৭

‘জামায়াতের কারো বিরুদ্ধে দুর্নীতি-চাঁদাবাজি-ধর্ষণের অভিযোগ নেই’

১৮

ঢাকায় আন্তর্জাতিক ব্যাডমিন্টনে প্রত্যাশার কেন্দ্রে থাকছেন গালিব

১৯

জুলাই আন্দোলনে আহতদের বেশিরভাগ মানসিক অসুস্থতায় ভুগছেন : গবেষণা

২০
X