জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ডিক্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি।
ডিক্যাব সভাপতি নূরুল ইসলাম হাসিব ও সাধারণ সম্পাদক আশিকুর রহমান অপুর নেতৃত্বে শুক্রবার (৫ জানুয়ারি) ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় সহ-সভাপতি রবিউল হক, যুগ্ম সম্পাদক মো. আরিফুজ্জামান, কোষাধ্যক্ষ আতিকুর রহমান, কার্যনির্বাহী সদস্য ইশরাত জাহান ঊর্মি, মীর মোস্তাফিজুর রহমান, পান্থ রহমান, পরিমল পালমা ও মাসুম বিল্লাহ, সহ-সভাপতি (নির্বাচিত) তানজিম আনোয়ার, সাবেক সভাপতি আঙ্গুর নাহার মন্টি, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক একেএম মঈনুদ্দিন এবং ডিক্যাব সদস্য শেখ শাহরিয়ার জামান, রুবায়েত হাসান ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর ডিক্যাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন শেষে ২০২৪ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। গত বৃহস্পতিবার নতুন কমিটি দায়িত্ব গ্রহণ করে।
মন্তব্য করুন