এবার রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের স্টাফ বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে মধুমিতা হলের সামনে বিআরটিসির দোতলা বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বাসটির আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা জানা যায়নি।
এর আগে দুপুরে মিরপুর-১০ এর গোলচত্বরে বিআরটিসির আরেকটি দোতলা বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায়ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন এ তথ্য জানান।
আন্দোলনের ধারাবাহিকতায় গতকাল রোববার (১৯ নভেম্বর) সকাল ৬টা থেকে দেশব্যাপী ৪৮ ঘণ্টা হরতাল পালন করছে বিএনপি ও যুগপতের শরিকরা, যা আগামীকাল মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ৬টায় শেষ হবে।
মন্তব্য করুন