কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১০:৫২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় সিএনজি অটোরিকশায় ককটেল নিক্ষেপ

কাজী আলাউদ্দিন রোডে সিএনজি অটোরিকশায় আগুন। ছবি : সংগৃহীত
কাজী আলাউদ্দিন রোডে সিএনজি অটোরিকশায় আগুন। ছবি : সংগৃহীত

রাজধানীতে একটি সিএনজিচালিত অটোরিকশাকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর এতে আগুন ধরে যায়।

রোববার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ান স্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজি অটোরিকশাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের দেয়ালঘেঁষে দাঁড়িয়েছিল। এ সময় দুর্বৃত্তদের নিক্ষেপ করা একটি ককটেল এসে এর সামনের গ্লাসে পড়ে। মুহূর্তেই গ্লাসটি চূর্ণবিচূর্ণ হয়ে অটোরিকশাতে আগুন ধরে যায়। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার স্টেশন দ্রুত আগুন নেভায়।

এদিকে হরতাল শুরুর আগের রাতেই রাজধানীতে ৫টি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের ডিউটি অফিসার এরশাদ হোসেন বলেন, গতকাল সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নিভে যায়।

সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে রাজধানীর গুলিস্তান টোল প্লাজার সামনে কোমল পরিবহনের বাসে আগুন দেওয়া হয়। এর আগে সন্ধ্যায় রাজধানীর তালতলায় বিহঙ্গ পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

রাত ১০টার দিকে মোহাম্মদপুর তিন রাস্তার মোড় থেকে বসিলার মাঝে সড়কে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এদিকে রাত ১১টা ৫৮ মিনিটে রাজধানীর মিরপুরের কালশী এলাকায় বসুমতী পরিবহনের বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে। আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নির্বাপণ করে।

এর আগে ধানমন্ডি এলাকায় যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। রাত পৌনে ১২টার দিকে সাভার থেকে ছেড়ে আসা মৌমিতা পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পলাশী ব্যারাক ফায়ার স্টেশনের দুটি ইউনিট রাত ১২টায় ঘটনাস্থলে গিয়ে আগুন নির্বাপণ করে।

এদিকে ঢাকার বিহেরও দুটি পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রাত ৮টা থেকে ৯টার মধ্যে চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর আগে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা ছাড়তে এবং নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন অনুষ্ঠানের জন্য চাপ দিতে বুধবার সকাল ৬টা থেকে ৪৮ ঘণ্টার সড়ক-রেল-নৌপথ অবরোধ করে বিএনপি নেতৃত্বাধীন একই দল। এটি ছিল বিরোধী দলগুলোর অবরোধ কর্মসূচির পঞ্চম পর্যায়।

গত ২৮ অক্টোবর নয়াপল্টনে বিএনপির বহুল আলোচিত মহাসমাবেশ শুরুর দেড় ঘণ্টা পর কাকরাইলে নেতাকর্মীদের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়। কিছুক্ষণের মধ্যেই নয়াপল্টনে সহিংস সংঘর্ষ ছড়িয়ে পড়ে, যার ফলে সমাবেশ মাঝপথে পণ্ড হয়ে যায়। প্রতিবাদে পরদিন ২৯ অক্টোবর দেশব্যাপী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হরতাল পালন করেন তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দ্বিতীয় মেয়াদে কানাডার প্রধানমন্ত্রী হতে যাওয়া কে এই মার্ক কার্নি

পাকিস্তানের শিমলা চুক্তি স্থগিতের হুমকি কেন গুরুত্বপূর্ণ?

কার্টুনিস্টের চরিত্রে ঋতুপর্ণা

কাশ্মীর সীমান্তে ভারতীয় ড্রোন গুলি করে ভূপাতিত করল পাকিস্তান

জয় পেয়েই ট্রাম্পকে হুঁশিয়ারি কানাডার নতুন প্রধানমন্ত্রীর

সাদমানের সেঞ্চুরির আনন্দে ছেদ, জিম্বাবুয়ের জোড়া আঘাত

তারিক সিদ্দিকীর মেয়ে বুশরাসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চাঁদপুরে ১২ লাখ চিংড়ি রেনু জব্দ, ডাকাতিয়া নদীতে অবমুক্ত

গুলশানে সায়মা ওয়াজেদ পুতুলের ফ্ল্যাট ক্রোক

প্রতিপক্ষের বাড়ির পেছনে মিলল হত্যা মামলার আসামির মরদেহ

১০

বনশ্রীর মেরাদিয়ায় এবার পশুর হাট বসবে না : হাইকোর্ট

১১

কানাডার নির্বাচনে লিবারেল পার্টির জয়, এরপর কী?

১২

লাশ আটকে সম্পত্তির ভাগবাঁটোয়ারা, ২৪ ঘণ্টা পর দাফন

১৩

নাটকের টাইটেল গানে শাহনাজ বেলী 

১৪

কাশ্মীর হামলা নিয়ে কথা বলায় আফ্রিদিকে এক হাত নিলেন শিখর ধাওয়ান

১৫

ধানে কারেন্ট পোকা, দুশ্চিন্তায় ঘুম নেই কৃষকের

১৬

পাহাড়ে ৩ বাচ্চাসহ ঘুরছে ভালুক, পর্যটকদের সতর্কতা জারি

১৭

সোনারগাঁও হোটেল শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

১৮

সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস 

১৯

সাদমানের শতকের ঝলকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

২০
X