জাতীয় প্রেসক্লাবের সামনে পুলিশ বক্সে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনা ঘটে।
এদিকে সারাদেশে ৫৫ ঘণ্টায় অন্তত ১৮টি যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ১টা থেকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৭টা পর্যন্ত এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এর মধ্যে ঢাকা সিটিতে ৫টি, ঢাকা বিভাগে (দোহার, টাঙ্গাইল) ২টি, বরিশাল বিভাগ (ঝালকাঠি) একটি, রাজশাহী বিভাগে (নাটোর,বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ) ৫টি, চট্টগ্রাম বিভাগে (চট্টগ্রাম, চাঁদপুর) ২টি, সিলেট বিভাগে (সিলেট সদর) একটি ঘটনা ঘটে। এ ঘটনায় ৭টি বাস, ৩টি কাভার্ডভ্যান, ৫টি ট্রাক, ২টি লেগুনা ও একটি ট্রেন পুড়ে যায়। এই আগুন নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ২৮ ইউনিট ও ১৫৩ জন জনবল কাজ করে।
মন্তব্য করুন