আওয়ামীপন্থি চিকিৎসক সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কার্যালয়ে হামলা ও লুটপাট চলছে বলে অভিযোগ করেছেন সংগঠনের নেতারা। বুধবার (২৩ এপ্রিল) বেলা ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্বাচিপ নেতা ডা. শেখ মামুন বলেন, বেলা ১টার দিকে একদল দুষ্কৃতকারী স্বাচিপ কার্যালয়ে (২৯০/১ সোনারগাও রোড) তালা ভেঙে প্রবেশ করে। এসময় কার্যালয়ের নিরাপত্তারক্ষী বাধা দিলে তাকে জোরপূর্বক সরিয়ে দেওয়া হয়। দুষ্কৃতকারীরা কার্যালয়ের সব আসবাবপত্র সরিয়ে নিচ্ছে। ওই কার্যালয়ে বিপুল সংখ্যক চেয়ার টেবিল, সোফাসেট, আলমারিসহ বিভিন্ন ধরনের আসবাবপত্র রয়েছে। এ বিষয়ে ইতোমধ্যে রাজধানীর কলাবাগান থানায় মৌখিকভাবে জানানো হয়েছে বলেও জানান তিনি।
এর আগে গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর একবার স্বাচিপ কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। তবে তখন কোনো আসবাবপত্র বা অন্যকিছু সরানো হয়নি।
মন্তব্য করুন