মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করার অভিযোগে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক অবরোধ করেছে কোহিনূর কেমিক্যাল কোম্পানির শ্রমিকরা।
মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ৩টার দিকে তেজগাঁওয়ের নাবিস্কো মোড়ের সামনে অবস্থান নিয়ে এ অবরোধ শুরু করে তারা।
আন্দোলনকারীরা জানান, রোববার (২০ এপ্রিল) অফিসের এক পিয়নের সঙ্গে কথোপকথনের সময় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করেন কসমেটিকস ডিপার্টমেন্টের প্রোডাকশন অফিসার বিধান। বিষয়টি তাৎক্ষণিকভাবে ডিপার্টমেন্ট প্রধান পলাশ বাবুকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এতে ক্ষুব্ধ হয়ে তারা আজ প্রতিবাদে নেমেছেন।
এ বিষয়ে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, আন্দোলনে মুখে ইতোমধ্যে অভিযুক্ত কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।
মন্তব্য করুন