কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ০৫:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

রাজউকের অভিযানে তিন ভবন নির্মাণ বন্ধ ও জরিমানা

রাজধানীর ডেমরায় রাজউকের অভিযান। ছবি : কালবেলা
রাজধানীর ডেমরায় রাজউকের অভিযান। ছবি : কালবেলা

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন নকশাবহির্ভূত কয়েকটি ভবনে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। অভিযানে নির্মাণাধীন ৩ ভবনের কাজ বন্ধ করা হয়। এর মধ্যে ক্ষণিকালয় নামে ১০ তলা একটি ভবনে নগদ এক লাখ ও আইয়ুব নবী এন্টারপ্রাইজ নামে একটি ভবনে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ওই দুই ভবনের দেয়ালের নকশাবহির্ভূত অংশ গুঁড়িয়ে দেওয়া হয়।

বুধবার (১৬ এপ্রিল) দুপুরে হাজিনগর এলাকায় রাজ‌উকের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিচালক মনির হোসেন হাওলাদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে রাজ‌উকের অথোরাইজড অফিসার জান্নাতুল মাওয়া বলেন, ভবন মালিকরা রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় করে ১০ ও ৭ তলা ভবন নির্মাণ করেছে। অভিযানকালে ভবন মালিকরা তাদের নির্মাণ অনুযায়ী যথোপযুক্ত রাজ‌উকের প্রমাণাদি দেখাতে পারেননি।

এ বিষয়ে ক্ষণিকালয় ভবনের পরিচালক হাফিজ আহমেদ পাটোয়ারী বলেন, টাকা ছাড়া রাজ‌উকে কোন প্ল্যান পাস হয় না। এক একটি প্ল্যান পাস করতে ২০ থেকে ২৫ লাখ টাকা নেওয়া হয়েছে। আর রাজ‌উকের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা না করে আমরা কোন কাজ করিনি। আওয়ামী লীগ শাসনামলে তাদের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ চলমান রেখেছি। অথচ ৫ আগস্টের পর নতুন করে আবারও নিয়ম বানিয়েছে রাজউক। বিগত দিনে এই অঞ্চলের কোন ভবন মালিক রাজউকের নিয়ম অনুযায়ী কাজ করেনি। কিন্তু কারও না কারও অভিযোগের ভিত্তিতে আমাকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

এ উচ্ছেদ অভিযানে অংশগ্রহণ করেন রাজউকের পরিচালক (জোন-৬) শামীমা মোমেন, অথোরাইজড অফিসার জোন-৬/২ জান্নাতুল মাওয়া, সহকারী অথরাইজড অফিসার শাহনাজ খানম, প্রধান ইমারত পরিদর্শক নজরুল ইসলাম মনি, বাসুদেব ভট্টাচার্য, ইমারত পরিদর্শক ফিরোজ আলম, নাজিম উদ্দিন, মারুফ হোসেন, অমিত হাসান, মিল্লাত হোসেন, মো. শাহ আলম, মলয় চন্দ্র রায়, হায়াত মাহমুদ শামীম ও আল জুবায়ের প্রমুখ। এ সময় অভিযানে সহযোগিতা করেন বিদ্যুৎ বিভাগের সারুলিয়া ডিপিডিসি দল ও ডেমরা থানা পুলিশ।

অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনির হোসেন হাওলাদার বলেন, বিগত দিনে রাজধানীতে যত ভবন নির্মাণ হয়েছে নীতিমালা ভঙ্গ করে সেগুলোর বিষয়ে ব্যবস্থা সরকার নিবে। রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশে বর্তমানে ভবন নির্মাণে কোন প্রকার অনিয়ম দুর্নীতি চলবে না। আমরা সরেজমিন দেখেছি ভবন নির্মাণকারীরা নিয়ম বর্হিভূতভাবে সড়কে নির্মাণসামগ্রী দেখে মানুষের চলাচলকে বিঘ্নিত করছে। আর ভবন নির্মাণে রাজউকের কোনো প্রকার নীতিমালা তারা মানছে না। তাই আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তিনি বলেন, আমরা বর্তমানে যে অভিযান পরিচালনা করছি এতে জনগণকে সতর্ক করা হচ্ছে যাতে তারা ভবিষ্যতে রাজউক নীতিমালা ভঙ্গ করে কোন প্রকার কাজ না করেন। বিশেষ করে নীতিমালা ভঙ্গ করে যারা কাজ করে তারা নিজেরাই নিজেদের ক্ষতি করে। পরিমাণ মতো জায়গা না ছেড়ে কাজ করলে অভ্যন্তরীণ সড়ক অপ্রশস্ত হয়ে যায়। আর ভবনের চারপাশ খোলামেলা না রাখলে আগুন লাগাসহ অনাকাঙ্ক্ষিত যে কোন প্রকার ঘটনায় ফায়ার সার্ভিসসহ কোন সেবা দানকারী প্রতিষ্ঠান কাজ করতে পারে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাঙ্গায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত অন্তত ২০ 

মালদ্বীপে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে পহেলা বৈশাখ উদযাপন

বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় ড. ইউনুস, যা বললেন মুশফিকুল আনসারী

বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

স্বাস্থ্য পরামর্শ / চুলের চিকিৎসায় পিআরপি: সুবিধা ও সীমাবদ্ধতা

মগবাজার রেললাইনে বাস, অল্পের জন্য রক্ষা পেলেন অর্ধশতাধিক যাত্রী

সৌরজগত নিয়ে বিজ্ঞানবক্তা আসিফের বক্তৃতা শনিবার

শাহবাগে আটক ছাত্রলীগ নেতা সুমিত সাহা

গভীর রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার পদত্যাগ

থানায় বসে ওসির টাকা নেওয়ার ভিডিও ভাইরাল

১০

সকালের মধ্যে ১৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

১১

বিএনপি নেতাকে হাতুড়িপেটার ঘটনায় জামায়াত নেতা আটক

১২

কুমিল্লায় জামায়াতের সম্মেলনে আ.লীগ নেতা

১৩

ফিলিস্তিনের পক্ষে অবস্থান মানেই আমেরিকার চোখে হুমকি

১৪

ইরানে ইসরায়েলের হামলার বিপজ্জনক তথ্য ফাঁস

১৫

রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নেওয়া আরেক বাংলাদেশি যুবক নিহত

১৬

জাফরুর নতুন সভাপতি  আরেফিন অডেন, সম্পাদক আকতারুল

১৭

আশুলিয়ায় সরকারি হাসপাতালের দাবিতে শ্রমজীবী মানুষের মানববন্ধন

১৮

বাংলাদেশি যুবককে ধরে নিয়ে বিএসএফকে দিল ভারতীয়রা

১৯

‘এখন কেউ চাইলেই ইমামকে বহিষ্কার করতে পারবে না’

২০
X