ঠাকুরগাঁওয়ে ১০০০ শয্যাবিশিষ্ট চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে ৫ দফা কর্মসূচি ঘোষণা করেছে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরাম।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানী ঢাকায় এক জরুরি মিটিংয়ে সংগঠনটির চেয়ারম্যান দেলাওয়ার হোসেন ও ফোরামের নির্বাহী পরিষদের উপস্থিতিতে এই কর্মসূচি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের উদ্যোগে নিম্নোক্ত কর্মসূচি পালন করার সিদ্ধান্ত হয়েছে :
১. বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১ টায় ঠাকুরগাঁও চৌরাস্তায় মানববন্ধন অনুষ্ঠিত হবে।
২. শনিবার (১৯ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন অনুষ্ঠিত হবে।
৩. রোববার (২০ এপ্রিল) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ ও স্বাস্থ্য সচিবের কাছে স্মারকলিপি প্রদান।
৪. রোববার ঢাকা রিপোটার্স ইউনিটে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
৫. ১৬ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দাবি আদায়ের লক্ষ্য ক্যাম্পেইন করা হবে।
মিটিং শেষে ঠাকুরগাঁও উন্নয়ন ফোরামের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন উক্ত কর্মসূচীতে ঠাকুরগাঁওয়ের সর্বস্তরের ছাত্র-জনতাকে অংশগ্রহণ ও দাবি আদায়ে জোর আওয়াজ তোলার আহ্বান করেছেন।
মন্তব্য করুন