রাজধানীর মিরপুরের শাহআলী থানাধীন এলাকায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিন নেতাকে চিনতে পেরে বেধড়ক পিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। তারা পাবনা জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। তাদের মধ্যে দুজনের নামে পাবনায় একাধিক মামলা আছে।
বুধবার (৯ এপ্রিল) রাত সাড়ে ১০ থেকে ১১টার মধ্যে শাহআলীর বি ব্লকের মনি কানন উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শাহআলী থানার ওসি শফিকুল ইসলাম।
তিনি বলেন, আমরা জেনেছি তিনজনই ছাত্রলীগের নেতা। তারা পাবনা জেলা ছাত্রলীগের সঙ্গে জড়িত। তবে তাদের নাম এখনও নিশ্চিত নই। তাদের মধ্যে দুজনের নামে পাবনায় একাধিক মামলা আছে বলে তথ্য এসেছে। আমরা তাদের সঠিক নাম পরিচয় ও মামলার তথ্য যাচাই-বাছাই করছি।
কে বা কারা কেন মারধর করল জানতে চাইলে ওসি বলেন, তারা নিষিদ্ধ ছাত্রলীগের সঙ্গে জড়িত, চিনতে পেরে কয়েকজন মারধর শুরু করে। পরে আরও অনেকে অংশ নেয়। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
মন্তব্য করুন