হিন্দু ধর্মীয় ব্যক্তিত্ব কালী শংকর রায় চৌধুরীর শ্রাদ্ধানুষ্ঠান শনিবার (৫ এপ্রিল) রাজধানীর রায়ের বাজারে প্রয়াতের নিজ বাসভবনে (১৪০, একতা ভবন) অনুষ্ঠিত হবে। গত ২২ মার্চ ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান মারা যান তিনি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) প্রয়াতের পরিবারের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
প্রয়াত কালী শংকর রায় চৌধুরী পুরান ঢাকার জগন্নাথ কলেজ (বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়), কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের প্রতিষ্ঠাতা মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার কিশোরী লাল রায় চৌধুরীর প্রপৌত্র।
মন্তব্য করুন