কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৫:৪১ পিএম
অনলাইন সংস্করণ

ফুটপাত দখল করে ব্যবসা, ডিএনসিসি প্রশাসকের হুঁশিয়ারি

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : সংগৃহীত
সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ। ছবি : সংগৃহীত

ফুটপাত দখল করে ব্যবসা করলে ট্রেড লাইসেন্স বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

শনিবার (১৫ মার্চ) মিরপুর ৬০ ফিট রাস্তার চলমান উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

প্রশাসক বলেন, ডিএনসিসি এলাকার দুটি খুবই গুরুত্বপূর্ণ রাস্তার একটি মিরপুর ৬০ ফিট রাস্তা এবং আরেকটি মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তা। অব্যবস্থাপনার কারণে দীর্ঘদিন এই রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল। বেশিরভাগ বড় বড় রাস্তায় চললে মনে হতো আমরা কোনো যুদ্ধবিধ্বস্ত রাস্তায় চলছি। একমাস আগেও এই দুটি রাস্তা যারা ব্যবহার করেছেন তারা অনেক কষ্ট করেছেন। এই দুই রাস্তায় চলাচল করে অনেকে অসুস্থ হয়েছেন, ব্যথা পেয়েছেন, অনেকের গাড়ি ভেঙেছে। আমি দায়িত্ব নেওয়ার পরে পুরো টিমকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছি রাস্তা দুটি এই মাসে রোজার মধ্যেই সংস্কার করে জনগণের জন্য উন্মুক্ত করে দেব। ইতোমধ্যে মিরপুর ডিওএইচএস থেকে উত্তরা দিয়াবাড়ি রাস্তাটির কাজ সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দিয়েছি। ঈদের আগেই ৬০ ফিটের রাস্তার কাজ শেষ করে জনগণের চলাচলের উপযোগী করে দেওয়া হবে।

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ আরও বলেন, কাজ করতে গিয়ে আমরা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছি। ৬০ ফিট রাস্তার ৮টি পয়েন্টে রাস্তার পাশে বাড়ির মালিক আমাদের ফুটপাত করতে দিচ্ছেন না। আমাদের কর্মীদের কনস্ট্রাকশন করতে দিচ্ছেন না। কোর্টের রায়ের ভয় দেখাচ্ছেন। কোনো ধরনের সহযোগিতা করছেন না। অবৈধভাবে দোকান দিয়ে রেখেছেন, ময়লা ফেলে রেখেছেন।

বাধা প্রদানকারীদের হুঁশিয়ারি দিয়ে ডিএনসিসি প্রশাসক বলেন, আমরা জনগণকে চলাচলের সুবিধা দিতে চাই। কিন্তু কেউ যদি সরকারি কাজে বেআইনিভাবে বাধা দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারি কাজে, সিটি করপোরেশনের কাজে যারা বাধা দিচ্ছে আমরা তাদের বাড়ির প্রকৃতি যাচাই করছি। তারা অবৈধভাবে আবাসিক ভবন বাণিজ্যিক হিসেবে ব্যবহার করছে। গত ২০ বছর ধরে বাণিজ্যিক হারে ট্যাক্স দিয়েছে কি না সেটা ধরব। তাদের প্ল্যান তলব করব, রিভিউ করে দেখব অনুমতি নেওয়া আছে কি না। প্ল্যানের বাইরে অবৈধ বিল্ডিং আমরা ভেঙে দেব। আমরা কোনো ধরনের ছাড় দেব না।

ডিএনসিসি জনগণের জন্য কাজ করছে, দখলদারদের জন্য নয়- এমন মন্তব্য করে ডিএনসিসি প্রশাসক বলেন, সরকারি রাস্তা দখল করে জনগণকে দুর্ভোগে ফেলা চলবে না। আগামী ২৩ মার্চ আমি সরেজমিনে ৬০ ফিটের ৮টি পয়েন্টে থাকব। আমি নিজে থেকে অমীমাংসিত বিষয়গুলো সমাধান করব।

অনেক গ্যারেজ মালিক ফুটপাত ও রাস্তা ব্যবহার করে মোটরসাইকেল ও গাড়ি ওয়াশ করছেন উল্লেখ করে প্রশাসক বলেন, আমরা অনেক জায়গায় দেখেছি ফুটপাত দখল। অনেক দোকানদার দোকানের সীমানার বাইরে গিয়ে ফুটপাত ব্যবহার করে ব্যবসা করছেন। তাদের সতর্ক করে দিচ্ছি, আপনারা ফুটপাত দখলমুক্ত করে দিন। ঈদের পরে আমরা অভিযান পরিচালনা করব, যেসব দোকানদার ফুটপাত দখল করে ব্যবসা করবেন তাদের ট্রেড লাইসেন্স বাতিল করে দেব, দোকান সিলগালা করে দেব।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পহেলা বৈশাখের আগে ডিএনসিসি এলাকায় যতগুলো রাস্তা কাটা ও কাজ চলছে সেগুলো সম্পন্ন করা হবে। প্রয়োজনের তুলনায় আমাদের লোকবল অনেক কম। রাতের আঁধারেও আমাদের কর্মীরা কাজ করছেন, কারণ আমরা বসে থাকার জন্য আসিনি। বরং পরিবর্তন আনার জন্য এসেছি।

৬০ ফিট রাস্তার চলমান কাজ পরিদর্শন শেষে ডিএনসিসি প্রশাসক কর্মকর্তাদের সঙ্গে নিয়ে শেওড়াপাড়া আনন্দবাজার বগারমার খাল পরিদর্শন করেন। এরপর তিনি রূপনগর দুয়ারীপাড়া খাল উদ্ধার এবং পরিচ্ছন্নতা ও খালের পাশে ওয়াকওয়ে নির্মাণের লক্ষ্যে পরিদর্শন করেন এবং উত্তর পল্লবী বাড়ি ও ফ্ল্যাট মালিক সমিতির সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।

পরিদর্শনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান, প্রধান প্রকৌশলী ব্রিগে. জেনা. মো. মঈন উদ্দিন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এবিএম সামসুল আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপন সমঝোতায় হাটবাজার ইজারা নিলেন বিএনপি নেতারা

নারায়ণগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বই লিখলেন উপদেষ্টা আসিফ মাহমুদ

শিশুকে শ্লীলতাহানির ঘটনায় আ.লীগ নেতা কারাগারে

ফিলিস্তিনপন্থি হওয়ায় মুসলিম রাষ্ট্রদূতকে বহিষ্কার করল যুক্তরাষ্ট্র

নির্বাচন বিলম্ব করতে নানা উছিলা দেওয়া হচ্ছে : খন্দকার মোশাররফ

মেয়াদোত্তীর্ণ অগ্নিনির্বাপক যন্ত্র, অগ্নিঝুঁকিতে চট্টগ্রাম আদালত

উইন্টার স্পেশাল অলিম্পিকে স্বর্ণ জয় বাংলাদেশের

এবার মায়ের সহায়তায় মেয়েকে ধর্ষণ

সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম জানা যাবে কাল

১০

ফিল্মি স্টাইলে বাসে ডাকাতির ভিডিও নিয়ে যা জানা গেল

১১

হিজাব না পরা নারীদের ড্রোন দিয়ে ধরছে ইরান

১২

সুদৃঢ় ঐক্যের মাধ্যমে সামনের দিনগুলো পার করতে হবে : এ্যানি

১৩

ফুটবল ছেড়ে রেসলিংয়ে ইয়ামাল, পেলেন স্বর্ণের বেল্টও

১৪

স্বপ্নে দেখেন বাবা বেঁচে আছেন, অতঃপর...

১৫

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠকে যা বলল জামায়াত

১৬

বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নেয়নি : ফরহাদ মজহার

১৭

‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ ব্যবহারের অনুরোধ ডিএমপি কমিশনারের

১৮

আসছে অপার্থিবের প্রথম অ্যালবাম

১৯

সীমানা প্রাচীর ধসে ২ শ্রমিক নিহত

২০
X