ঢাকার শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন ৪ জন।
সোমবার (৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় শাহজাদপুরের সৌদিয়া হোটেলে ৬ তলা ভবনের দোতলায় অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তার আবু তালহা জুবায়ের।
তিনি বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৪০ মিনিটের চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।
জুবায়ের বলেন, এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। নিহত চারজনই পুরুষ। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি।
মন্তব্য করুন