রাজধানীতে খাল পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে স্কুলের শিক্ষার্থীরা। ‘খাল বাঁচলে নগর বাঁচবে’ মূলমন্ত্রে অনুপ্রাণিত হয়ে জলাশয়ে প্লাস্টিক দূষণের বিরুদ্ধে তরুণ ছাত্র-ছাত্রীদের এই অভিযান।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীতে কল্যাণপুর খালে রেড অরেঞ্জ কমিউনিকেশন আয়োজিত খাল পরিচ্ছন্নতা কার্যক্রমে সমর্থন যুগিয়েছে হযরত আয়েশা (রা) একাডেমির স্কুলের শিক্ষকগণ ও সহযোগিতা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।
কল্যাণপুরের নবদিগন্ত আদর্শ উচ্চবিদ্যালয়ে প্লিজ প্রকল্পের অধীনে অনুষ্ঠিত একই ধরনের অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে উদ্যেক্তাদের নিজেদের স্কুলে একই ধরনের কর্মকাণ্ড পরিচালনায় আগ্রহ প্রকাশ করে।
গত ১৩ ফেব্রুয়ারি রেড অরেঞ্জের একটি দল আয়েশা একাডেমিতে একটি প্রচারণা চালু করে। সেখানে শিক্ষার্থী ও শিক্ষকদের প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয়।
পরে তথ্যপত্র বিতরণ ও সমস্যা মোকাবিলায় পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করা হয়। রেড অরেঞ্জের পক্ষ থেকে খাল পরিষ্কার কর্মসূচি চলাকালীন শিক্ষার্থীদের পরিবারকে সম্পৃক্ত করার জন্য উৎসাহিত করা হয়।
এই প্রচারণার প্রভাব আর ও সুস্পষ্ট ভাবে তুলে ধরতে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করা হবে, যার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের বাড়ির কাজ, ছবি এবং প্রকল্পের উল্লেখযোগ্য দিকসমূহ প্রদর্শনী, শিক্ষার্থীদের অংশগ্রহণে আলোচনা এবং আরও অনেক কমিউনিটি-নেতৃত্বাধীন উদ্যোগ।
নানা অংশীজন এবং মিডিয়াকে আমন্ত্রণ জানানো হবে এই কার্যক্রমে অংশ নিতে এবং দেখতে যে কীভাবে ছোট পদক্ষেপ বড় পরিবর্তনের সূচনা করছে।
রেড অরেঞ্জ কমিউনিকেশন ডেপুটি ডিরেক্টর (অপারেশন) সামিউল ইসলাম বলেন, আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেটি মূলত জনসচেতনতামূলক একটি কাজ। কারণ আমরা বিশ্বাস করি সচেতনতা না সৃষ্টি করা গেলে খাল বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আমাদের মনে রাখতে হবে খাল বাঁচলে বাঁচবে রাজধানী।
মন্তব্য করুন