রাজধানী ঢাকার মোহাম্মদপুর এলাকার চাঁদ উদ্যানে যৌথ বাহিনীর সঙ্গে গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যরাতে যৌথ বাহিনীর অভিযান চলার সময় এই গোলাগুলির ঘটনা ঘটে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান খবরের সত্যতা কালবেলাকে নিশ্চিত করেছেন।
তিনি জানান, নিহত দুজনের পরিচয় এখনও জানা যায়নি। তবে তাদের কাছ থেকে একটি পিস্তল, গুলি এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।
এছাড়া, যৌথ বাহিনীর অভিযান চলাকালে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী তাদের ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে।
এ ঘটনার পর ঘটনাস্থলের আশপাশ এলাকার পরিস্থিতি থমথমে হয়ে উঠে। ঘটনাস্থলে সেনাবাহিনী ও অন্যান্য বাহিনীর সদস্যরা উপস্থিত আছেন। বিস্তারিত পরে জানানো হবে বলেও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়।
মন্তব্য করুন