কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৬ পিএম
আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৪ পিএম
অনলাইন সংস্করণ
উত্তরায় হামলা

এবার সেই স্ত্রীকে ‘পরকীয়া প্রেমিকার হুমকি’ 

হামলায় আহত ওই ব্যক্তির স্ত্রী পরিচয় দেওয়া শম্পা। ছবি : সংগৃহীত
হামলায় আহত ওই ব্যক্তির স্ত্রী পরিচয় দেওয়া শম্পা। ছবি : সংগৃহীত

উত্তরায় সন্ত্রাসী হামলায় আহত মেহবুল হাসানের সাথে থাকা নারী তার পরকীয়া প্রেমিকা বলে অভিযোগ করছেন স্ত্রী শম্পা। গণমাধ্যমে স্বামীর পরিচয় প্রকাশ করায় ওই নারীর পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরের নিজ বাসায় এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

এসময় তিনি অভিযোগ করেন, ইপ্তি নামে ওই নারীর সঙ্গে তার স্বামীর পরকীয়া সম্পর্ক রয়েছে। গণমাধ্যমে পরিচয় প্রকাশ করায় তাকে হুমকি দিচ্ছেন ওই নারী।

এর আগে, বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে গণমাধ্যমকে শম্পা জানান, হামলার শিকার ওই পুরুষ ও নারী স্বামী-স্ত্রী নন।

তিনি জানিয়েছিলেন, উত্তরাতে হামলার শিকার ওই ব্যক্তি আমার স্বামী। পাশে থাকা ওই নারীকে আমি চিনি না। তবে কিছুদিন ধরে বুঝেছি আমার স্বামী অন্য কারও সাথে কথা বলেন।

কারা হামলা চালিয়েছে এ বিষয়ে জানতে চাইলে ওই নারী জানান, কারা হামলা করেছে সেটা আমি জানি না। যেহেতু ওখানে আমি ছিলাম না, সেহেতু ওই বিষয়ে আমার কিছু জানা নেই। আমার স্বামীর সঙ্গে কারও বিরোধের কথাও জানি না। কারণ উনি (স্বামী) আমার কাছে কোনো কিছুই শেয়ার করতেন না।

ওই নারীর সঙ্গে আপনার স্বামীর বিয়ে হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, ওই নারীর সঙ্গে কোনো বিয়ের ঘটনা ঘটেনি। আমার স্বামী গোপনে ওই নারীর সাথে যোগাযোগ করতেন। তবে ওই ঘটনার পর থেকে তারা নিজের স্বামী-স্ত্রী হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন। ওই ঘটনা যখন আমি ফেসবুকে দেখেছি- সাথে সাথে তাকে কল দেই। কিন্তু তিনি কোনো রেসপন্স করেনি। পরে হাসাপাতালে গিয়ে তার সাথে আমার কথা হয়। উনি আমাকে এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে নিষেধ করেন।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ওই নারী তার শ্বশুরের সঙ্গে লাউড স্পিকারে ফোনে কথা বলেন। তিনি দাবি করেন, আমার শ্বশুর-স্বামী সবাই আমাকে ভয় দেখাচ্ছে। আমার স্বামী আমাকে বলছে, সে সুস্থ হলে আমাকে দেখে নিবে।

এর আগে, গত ১৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরায় এক নারী ও পুরুষের ওপর দুজন ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

ওই ভিডিওতে দেখা যায়, দুই যুবক ক্ষিপ্ত হয়ে এক ব্যক্তিকে রামদা দিয়ে আঘাত করছে। এ সময় নিজের জীবন বাজি রেখে স্বামীর প্রাণ বাঁচাতে সামনে দাঁড়ান তার স্ত্রী। এ সময় ওই নারীকে হাত জোড় করে স্বামীর প্রাণভিক্ষা চাইতে দেখা যায়।

ওই দিন রাতেই ঘটনার বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের জানান, মোটরসাইকেলে উচ্চ শব্দ করে দ্রুত গতিতে যাওয়ার সময় কিশোর গ্যাংয়ের সদস্যরা একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে আরেকটি মোটরসাইকেলে যাওয়া দম্পতি প্রতিবাদ করে। এরপর কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকবল ডেকে দম্পতির ওপর রামদা দিয়ে হামলা চালায়।

এ সময় ওই নারীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে কিশোর গ্যাংয়ের দুই সদস্য ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে স্থানীয়রা দুজনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ মিনারে বিএনপির দুপক্ষের হাতাহাতি, ছুরিকাঘাতে আহত ২

সোনিয়া গান্ধী হাসপাতালে

ফুল দিয়ে ফেরার পথে নাগরিক ঐক্যের শহীদুলকে ছুরিকাঘাত

গাজার ধ্বংসস্তূপে মিলল আরও ২২ মরদেহ

২০ লাখে ‘শ্বশুর আব্বার টি-স্টল’

মেসির অটোগ্রাফ চাওয়ায় শাস্তির মুখে রেফারি

ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’

আওয়ামী সরকারের উৎখাতের কারণ জানা গেল জাতিসংঘের প্রতিবেদনে

তেল আবিবে ৩ বাসে বিস্ফোরণ, ইসরায়েলজুড়ে আতঙ্ক

মিসরে আরেক ফারাউ সম্রাটের সমাধি আবিষ্কার

১০

চট্টগ্রামে বিনম্র শ্রদ্ধায় ভাষাশহীদদের স্মরণ

১১

চোট নিয়েও হৃদয়ের বীরত্ব, না পারার আক্ষেপ!

১২

অশ্লীল নাচের দৃশ্য নিয়েই ওটিটিতে উর্বশীর ‘ডাকু মহারাজ’

১৩

ভাষাশহীদদের প্রতি বিজিবি মহাপরিচালকের শ্রদ্ধা

১৪

খুবিতে জুলাই আন্দোলন নিয়ে জাতিসংঘের রিপোর্টের ওপর আলোচনাসভা

১৫

বিরল দিনে শুরু হচ্ছে এবারের রোজা

১৬

ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে একুশের চেতনা : রিজভী

১৭

হারিয়ে যাচ্ছে গাইবান্ধার ওড়াও জাতিগোষ্ঠীর ভাষা

১৮

ভাষা শহীদদের কবর জিয়ারত ঢাবি ছাত্রশিবিরের

১৯

তথ্যপ্রযুক্তিতে বাংলার ব্যবহার নিশ্চিতে সরকার কাজ করছে : প্রধান উপদেষ্টা

২০
X