বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে সাবেক ছাত্রলীগ নেতা মো. মাজহারুল ইসলাম মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মানিক কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও কেন্দ্রীয় বন ও পরিবেশ উপকমিটির সদস্য। তিনি পাবনা জেলা আওয়ামী লীগেরও সদস্য।
রাজধানীতে জুলাই আন্দোলনে তিনি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের পক্ষ হয়ে ছাত্রদের ওপর হামলা চালান বলে জানিয়েছে পুলিশ।
কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান জানান, গ্রেপ্তার মাজহারুল ইসলাম মানিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাকারী। তাকে কলাবাগান থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন