কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩১ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

মহাসড়ক অবরোধ তিতুমীর কলেজ শিক্ষার্থীদের 

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদের বক্তব্যের প্রতিবাদে মহাখালীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা।

রোববার (০২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় কলেজটির শিক্ষার্থীরা মহাখালীর আমতলী থেকে গুলশান অভিমুখের সড়কে বিক্ষোভ মিছিল বের করেন। পরে সেখান থেকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। ফলে এই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ সময় শিক্ষার্থীরা ‘শিক্ষা উপদেষ্টার সিদ্ধান্ত, মানি না মানি না’, ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম’, ‘তিতুমীর আসছে, রাজপথ কাঁপছে’, ‘টিসি না টিইউ, টিইউ টিইউ’, ‘আমার ভাই অনশনে, প্রশাসন কী করে’, ‘প্রশাসনের সিন্ডিকেট, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘শিক্ষা নিয়ে বাণিজ্য, চলবে না চলবে না’, ‘অধ্যক্ষের সিন্ডিকেট, মানি না মানব না’, ‘আমাদের সংগ্রাম, চলছে চলবে’ ইত্যাদি বিভিন্ন স্লোগান দেন।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ জানান, বর্তমানে আমরা আমতলীতে অবস্থান করছি। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।

শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে রাস্তায় যান চলাচল শুরু করার কোনো ব্যবস্থা করবেন কি না? এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। আমরা বর্তমানে আমাদের অবস্থানে আছি।

উল্লেখ্য, সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে বেশ কয়েকমাস ধরে আন্দোলন করে আসছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। এই দাবিতে মিছিল, সড়ক-রেলপথ অবরোধ, স্মারকলিপি প্রদান, ক্লাসবর্জনসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে সম্ভাব্যতা যাচাই-বাছাই করতে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিশেষ কমিটিও গঠন করা হয়। তবে সম্প্রতি এ বিষয়ে ইতিবাচক কোনো সাড়া না পেয়ে গত বুধবার (২৯ জানুয়ারি) বিকেল থেকে দাবি আদায়ে আমরণ অনশনের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় তারা ৭ দফা দাবিও জানিয়েছেন।

দাবিগুলো হলো-

১. তিতুমীর বিশ্ববিদ্যালয় রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয় একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।

২. তিতুমীর বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ সেশনের ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।

৩. শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ নতুবা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন করতে হবে।

৪. ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আন্তর্জাতিক মানসম্পন্ন ন্যূনতম দুটি বিষয় ‘আইন’ এবং ‘জার্নালিজম’ বিষয় সংযোজন করতে হবে।

৫. একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিতে হবে।

৬. শিক্ষার গুনগতমান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিত করতে হবে।

৭. আন্তর্জাতিকমানের গবেষণাগার বিনির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ করতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আ.লীগ কর্মীদের হামলা, সংঘর্ষে আহত ৮

পরীক্ষায় ফেল করায় শিক্ষকের বাড়িতে হামলা

ব্যাখ্যা দিলেন শফিকুল আলম

বিদেশে যেতে ইচ্ছুকদের বিষয়ে সতর্কতা জারি

ময়মনসিংহে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়ার খবর

শিক্ষার্থীদের অবরোধ ঘিরে সতর্ক পুলিশ, প্রস্তুত জলকামান

‘পোষ্য’ কোটা বাতিলের দাবিতে জাবিতে আমরণ অনশন

অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত জাপানের

জয় বাংলা বাজারে ‘শেখ হাসিনাতেই আস্থা’ লিফলেট দিতেই গণপিটুনি

লালমনিরহাটে ছাত্রলীগ নেতা জিহান গ্রেপ্তার

১০

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘প্ল্যান বি’ বাস্তবায়নের পথে মেক্সিকো

১১

দিন ধার্য থাকলেও বিয়ে করা হলো না নিখোঁজ পিপাসের

১২

‘মুজিবের পরিবারকে আমরা বুঝতে ভুল করেছি’

১৩

সড়ক ছেড়েছেন তিতুমীরের শিক্ষার্থীরা

১৪

ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মতবিনিময় সভা

১৫

বইমেলায় আফরোজা খাতুনের বই ‘জুলাই গণঅভ্যুত্থান’

১৬

শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন চায় বিএনপি : আমিনুল হক 

১৭

আ.লীগ নেতা কফিল গ্রেপ্তার

১৮

পিইউবিতে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত

১৯

মাটির নিচে ইরানের ক্ষেপণাস্ত্রের শহর, ভয় ধরাচ্ছে পশ্চিমাদের

২০
X