ডেইলি সান পত্রিকার সম্পাদক মো. রেজাউল করিম লোটাসের শ্বশুর মো. হাফিজুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।
হাফিজুর রহমান বাংলাদেশ ব্যাংকের সাবেক জেষ্ঠ্য কর্মকর্তা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি বসুন্ধরা আবাসিক এলাকার এফ ব্লকে নিজ পরিবারের সাথে বসবাস করতেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্র ও পাঁচজন নাতি-নাতনি রেখে গেছেন। তার গ্রামের বাড়ি পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোহাগদল গ্রামে।
মরহুমের জানাজা বসুন্ধরা আবাসিকের সি ব্লক মসজিদে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হয়। আগামীকাল (শুক্রবার) পিরোজপুরের পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মন্তব্য করুন