রাজধানীর নিউমার্কেটে নাগরিকদের সঙ্গে সভা করেছে নিউমার্কেট থানা পুলিশ।
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির কার্যালয়ে এলাকার নাগরিকদের সমন্বয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় উপস্থিত ছাত্র-জনতা ও নিউমার্কেট থানা এলাকার সম্মানিত নাগরিকরা তাদের বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।
সভা প্রসঙ্গে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহসেন উদ্দীন বলেন, সভায় এলাকাবাসীর সবার সমস্যা, সুবিধা-অসুবিধা ও অভিযোগ নিয়ে আলোচনা করা হয়। সবার চাহিদা ও দাবি অনুসারে প্রতিশ্রুতি প্রদান করা হয়। সবার সহযোগিতায় আইনশৃঙ্খলা সমুন্নত রাখা হবে প্রতিশ্রুতি দেন ওসি।
নাগরিক সভায় রমনা বিভাগের নিউমার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তারিক লতিফসহ বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী, ধর্মীয় সংগঠনের নেতা এবং ছাত্র-জনতা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন