কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৫, ০৯:৪৫ এএম
আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ০২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

বায়ুদূষণে আজও বিশ্ব চ্যাম্পিয়ন ঢাকা

বায়ুদূষণে আজও বিশ্ব চ্যাম্পিয়ন ঢাকা
সড়কের ধুলাবালি থেকে রক্ষা পেতে মুখ ঢেকে হাঁটছেন এক নারী। পুরোনো ছবি

দিন দিন ঢাকার বাতাস দূষিত হয়ে উঠছে। বিশেষ করে শীত এলেই বাতাসের মান আরও ভয়ংকর হয়ে ওঠে। চলতি বছর শীতের শুরুতেই টানা কয়েকদিন বাতাসের মান খুব অস্বাস্থ্যকর ছিল। তারই ধারাবাহিকতায় আজ সকালেও ঢাকার বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’ অবস্থায় রয়েছে।

সোমবার (০৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ার বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। এ সময় বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৬৬ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা।

একই সময়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ২৫২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি। এ ছাড়া ২২০ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের হ্যানয়, ২১১ স্কোর নিয়ে পরের অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর আর পঞ্চম অবস্থানে থাকা নেপালের কাঠমান্ডুর স্কোর ২০৮।

সাধারণত, একিউআই স্কোর ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকলে তাকে ‘মাঝারি’ পর্যায় হিসেবে বিবেচনা করা হয়। ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০ এর মধ্যে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয় এবং ৩০১+ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বাংলাদেশে একিউআই নির্ধারণ করা হয় দূষণের ৫টি বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

দীর্ঘদিন ধরে বায়ুদূষণে ভুগছে ঢাকা। এর বাতাসের গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে যায় এবং বর্ষাকালে কিছুটা উন্নত হয়।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো- ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলো।

ওয়ার্ল্ড হেলথ অরগানাইজেশন (ডব্লিউএইচও) অনুসারে, বায়ুদূষণের ফলে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, ফুসফুসের ক্যানসার এবং তীব্র শ্বাসযন্ত্রের সংক্রমণের কারণে মৃত্যুহার বেড়ে গেছে। এর ফলে বিশ্বব্যাপী প্রতি বছর আনুমানিক ৭০ লাখ মানুষ মারা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জানা গেল বাংলাদেশে রোজা শুরুর সম্ভাব্য তারিখ

সেতু পার হতে হয় সিঁড়ি বেয়ে, চরম ভোগান্তিতে এলাকাবাসী

মেজর ডালিম জামায়াত ও শেখ মুজিব নিয়ে কী বলেছেন

ধর্ষণকাণ্ডে গ্রামবাসীর হাতে আটক যুবলীগ নেতা

বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় চাইলেন আদালতের কর্মচারীরা

রাজনীতির সঙ্গে সম্পৃক্ত না হয়েও ছাত্রদলের শহীদের তালিকায় জবির সাজিদ

ঘরের মাঠে বরিশালের কাছে বিধ্বস্ত সিলেট

ডা. জাফরুল্লাহ শুধু রাষ্ট্রের নয়, মানুষের স্বাধীনতা চেয়েছিলেন : সিরাজুল ইসলাম চৌধুরী

মাদক মামলায় ব্যবসায়ীর তিন বছরের কারাদণ্ড

গুড়ে ভেজাল না দেওয়ার শপথ নিলেন শতাধিক গাছি

১০

মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির দায়ে জরিমানা

১১

টিউলিপ-জয়সহ শেখ পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব তলব

১২

‘স্ব স্ব জায়গায় নিজেদের নেতৃত্বের উপযোগী করে গড়ে তোলাই আমাদের ভিশন’

১৩

‘পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইইউ ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক’

১৪

ইমরান খানের সাবেক স্ত্রী আহত!

১৫

প্রকৃত খেলাপি ঋণ ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে

১৬

ফেলানী হত্যা দিবসে ঢাবিতে ‘আগ্রাসনবিরোধী আন্দোলন’র আত্মপ্রকাশ

১৭

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

১৮

পিএসসিতে নাশকতা ঘটাতে গিয়ে যুবক আটক

১৯

৭ জানুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কিত দিন : ইউনুছ আহমাদ

২০
X