রাজধানীর মহাখালীতে একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে।
শনিবার (২৮ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে দোতলাবিশিষ্ট ভবনটিতে আগুন লাগে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কালবেলাকে জানান, বিকেল ৪টা ১০ মিনিটের দিকে দোতলা ভবনটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই ইউনিটের প্রচেষ্টায় বিকেল ৪টা ৪৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।
মন্তব্য করুন