রাজধানীর লালমাটিয়া এলাকায় বিএনপির পক্ষ থেকে বিভিন্ন মাদ্রাসা, এতিমখানা, হাসপাতালে ও পথচারীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) বিকেলে লালমাটিয়া মহিলা কলেজের সামনে এক অনুষ্ঠানে এই কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আতাউর রহমান ঢালী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদার, সাবেক যুবদল নির্বাহী কমিটির নেতা মনিরুজ্জামান মনির, ৩২নং ওয়ার্ড বিএনপির সহসভাপতি হাজি মোহাম্মদ আনোয়ার হোসেন এবং শেরেবাংলা নগর থানার সদ্য সাবেক সাধারণ সম্পাদক শাহ জামাল বাবু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদপুর থানার সাবেক সভাপতি মোহাম্মদ জাহিদ হোসেন।
অনুষ্ঠান শেষে আতাউর রহমান বলেন, আগামীতে সবাই মিলে একটি সুষ্ঠু সমাজ গড়ে তুলব। সমাজের সবাই সবার পাশে দাঁড়াবে। এই দেশে কেউ আর না খেয়ে থাকবে না, শীতে কষ্ট পাবে না। সকল নাগরিক নিয়েই গড়ে উঠবে সুন্দর বাংলাদেশ।
মন্তব্য করুন