তাজরীন ফ্যাশনের দুর্ঘটনায় নিহত ও আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন এবং নিরাপদ কর্মক্ষেত্র নিশ্চিতের দাবি জানিয়েছে শ্রমিক নিরাপত্তা ফোরামের সদস্যরা। তারা বলেন, ভয়াবহ ট্র্যাজেডির এক যুগ পার হলেও নিশ্চিত করা যায়নি দায়ী ব্যক্তিদের বিচার, আহত ও নিহত শ্রমিক ও তাদের পরিবারের জন্য যথাযথ ক্ষতিপূরণ, চিকিৎসা ও পুনর্বাসন।
রোববার (২৪ নভেম্বর) শ্রমিক নিরাপত্তা ফোরামের আয়োজনে সকাল ৯টায় তাজরীন ফ্যাশনে ভয়াবহ ও মর্মান্তিক দুর্ঘটনার দিনটি স্মরণে সব নিহতের প্রতি শ্রদ্ধা, তাদের স্বজন ও আহতদের প্রতি সহমর্মিতা জানাতে জুরাইন কবরস্থানে শ্রদ্ধা জ্ঞাপন, ১ মিনিট নীরবতা পালন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পাশাপাশি এ দুর্ঘটনায় শতাধিক প্রাণহানির জন্য দায়ীদের দ্রুত বিচার নিশ্চিত, নিরাপদ কর্মক্ষেত্র, কর্মক্ষেত্রে নারী শ্রমিকের প্রতি হয়রানিমূলক আচরণ বন্ধসহ সব শ্রমিকের প্রতি বৈষম্য নিরসন, কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত ও নিহত শ্রমিকের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিতের দাবি করা হয়।
এছাড়াও প্রেস ক্লাবে শ্রমিক নিরাপত্তা ফোরামের উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয় যেখানে ব্লাস্ট প্রতিনিধি অংশগ্রহণ করেন।
মন্তব্য করুন