কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ০৮:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ ব্যবসায়ীর

ব্যবসায়ী আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত
ব্যবসায়ী আমিনুল ইসলাম। ছবি : সংগৃহীত

ব্যবসায়িক অংশীদারদের যোগসাজশে জুলাই গণহত্যার মামলায় ফাঁসানো হয়েছে বলে অভিযোগ করেছেন পাথর ব্যবসায়ী আমিনুল ইসলাম।

রোববার (১৭ নভেম্বর) সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের মিডিয়া রুমের সামনে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আমিনুল ইসলামের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

আমিনুল ইসলাম বলেন, আমার সাবেক ব্যবসায়িক পার্টনার আসাদুল ইসলাম ও আমির হোসেন ষড়যন্ত্র করে আমাকে জুলাই গণহত্যা মামলার আসামি করেছেন। কারণ তারা আমার ১৪ কোটি টাকা অর্থ আত্মসাতের মামলার আসামি। অর্থ আত্মসাতের মামলা থেকে বাঁচতে আমাকে মিথ্যা মামলায় জড়ানো হয়েছে। মামলা দুটির একটি কদমতলী থানায় অপরটি উত্তরা পশ্চিম থানায় হয়েছে।

আওয়ামী লীগের সঙ্গে নিজের কোনোরকম সম্পর্ক না থাকলেও মামলার এজাহারে আমাকে যুবলীগের নেতা উল্লেখ করা হয়েছে জানিয়ে এই ব্যবসায়ী বলেন, এটা ডাহা মিথ্যা। আমাকে যে মিথ্যা মামলায় ফাঁসানো হলো এ ঘটনার তদন্ত চাই। আইন উপদেষ্টা তদন্ত করে মামলা দায়ের করার রহস্য উন্মোচন করবেন, এই দাবি জানাচ্ছি।

এর আগে গত ২৮ মার্চ জাল-জালিয়াতি ও অর্থ আত্মসাৎ মামলায় আগাম জামিন নিতে আসা আসামিদের হামলার শিকার হন রাজধানীর বাড্ডার পাথর ব্যবসায়ী আমিনুল ইসলাম। তিনি বিচার চেয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কাছে আবেদন করেন।

আমিনুল ইসলাম সেদিন বলেন, সুপ্রিম কোর্টের অভ্যন্তরে হামলা ও মারধরের ঘটনায় গত ৪ মার্চ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত সিআর মামলা নং-৮৯/২৪ দায়ের করলে আদালত মামলাটি তদন্তের জন্য সিআইডি বরাবর প্রেরণ করেন এবং ৩০ দিনের মধ্যে মামলাটি তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলে নির্দেশ দেন।

তিনি আরও বলেন, সিআইডি তদন্তকারী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান মামলাটির তদন্তভার গ্রহণ করেন। আমি তদন্তকারী কর্মকর্তার কাছে মামলার যাবতীয় কাগজপত্র প্রদান করি। এসপি আনিসুল ও এএসপি মো. সালাউদ্দিনসহ তদন্তকারী কর্মকর্তা আসামি মো. আসাদুল ইসলাম ও মো. আমির হোসাইনের কাছ থেকে অনৈতিক অর্থপ্রাপ্ত হয়ে মামলাটির কোনোরূপ তদন্ত ছাড়াই আমার প্রতিষ্ঠানের দুই জন কর্মকর্তার ফৌজদারি কার্যবিধির ১৬১ ধারায় কোনোরূপ জবানবন্দি না নিয়ে মামলা ভিন্ন খাতে প্রবাহিত করার উদ্দেশে ফৌজদারি কার্যবিধি ১৬১ ধারায় জবানবন্দি লিপিবদ্ধ করে গত ১৮ আগস্ট দীর্ঘ চার মাসের বেশি সময়ক্ষেপণ করে আদালতে প্রতিবেদন দাখিল করেন। এমন কিছু অসৎ পুলিশ কর্মকর্তার জন্য সব পুলিশ কর্মকর্তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বলে মনে করি। এ ঘটনার যথাযথ তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্বৃত্তের উপর্যুপরি ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ৩

নরসিংদীতে ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হামলা

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সল্যুশনস ও বিকাশের অংশীদারিত্বে ডিজিটাল হেলথকেয়ারে নতুন যুগ

হঠাৎ শক্তি দেখাল রাশিয়া, দুই শতাধিক ক্ষেপণাস্ত্র-ড্রোনে তছনছ ইউক্রেন

কোটা আন্দোলনের নেপথ্য নায়কদের মূল্যায়ন করা রাষ্ট্রের দায়িত্ব : ববির প্রো-ভিসি

মালয়েশিয়ায় কমনওয়েলথ সম্মেলনে বাংলাদেশের তরুণরা

‘আ.লীগের মতো শাসনব্যবস্থা আর আসতে দেওয়া হবে না’

মওলানা ভাসানী রাজনীতিবিদদের জন্য অনুপ্রেরণা : আব্দুল কাদের 

ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে অপপ্রচার করছে : রিজভী

১০

‘শহীদ’ ইউসুফ ছানোয়ারের পরিবারের পাশে বিএনপি

১১

ঢাকা ওয়াসার দুই ডিএমডিকে টেনেহিঁচড়ে বের করে দিল কর্মচারীরা

১২

লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের মুখপাত্র নিহত

১৩

বিসিবি-বাফুফেতে আর্থিক অসংগতি প্রমাণ পেলে আইনি ব্যবস্থা

১৪

‘দেশের কল্যাণে যে কোনো ত্যাগ স্বীকারে যুবসমাজকে প্রস্তুত থাকতে হবে’

১৫

সাফজয়ীদের পুরস্কৃত করল ওয়ালটন

১৬

ভিপিএন ব্যবহার ইসলামবিরোধী, বলছে পাকিস্তান

১৭

বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে ছেলে গ্রেপ্তার

১৮

জয়ের সুযোগ ঢাকা-সিলেট-চট্টগ্রামের

১৯

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্বলন

২০
X