রাজধানীর যাত্রাবাড়ীর মীর হাজারীবাগ এলাকায় মো. জাহাঙ্গীর (৪৭) নামে স্থানীয় এক আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকান্ড হয়েছে বলে ধারণা পুলিশের।
নিহত জাহাঙ্গীর মীর হাজারীবাগ এলাকার মৃত ফজর আলীর সন্তান।
যাত্রাবাড়ী ওসি মো. ফারুক আহম্মেদ জানান, রোববার (৬ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে আমাদের সদস্যরা রয়েছেন।
এদিকে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় পূর্বশত্রুতার জেরে জাফর আলী খান (৪৫) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা অচেতন অবস্থায় উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গত বুধবার রাতে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার উত্তর চড়াইল (কাঁঠালিয়া-ভাণ্ডারিয়া সীমানা এলাকায়) তাকে কুপিয়ে জখম করা হয়। নিহত জাফর আলী খান ওই গ্রামের মুনসুর আলী খানের ছেলে ও কাঁঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
মন্তব্য করুন