পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে গিয়ে রাজধানীর প্রবেশমুখ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মাতুয়াইলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুন দেয় কে বা কারা। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকার পর যান চলাচল শুরু হয়।
শনিবার (২৯ জুলাই) বেলা ১১টার দিকে পূর্বঘোষিত এ অবস্থান কর্মসূচি পালন করছে বিএনপি। মাতুয়াইল মেডিকেল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে বিএনপির নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। অন্যদিকে যাত্রাবাড়ী থেকে শুরু করে শনির আখড়া এলাকায় পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি রয়েছে। শনির আখড়া থেকে একটু সামনে মাতুয়াইল মেডিকেলের সামনে বিএনপি নেতারা অবস্থান নিয়েছে।
আরও পড়ুন : পুলিশ-বিএনপি সংঘর্ষে উত্তপ্ত রাজধানী
সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ে শনিবার রাজধানীর বিভিন্ন প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি শুরু করেছে বিএনপি। সকাল ১১টা থেকে পুলিশ ও আওয়ামী লীগের বাধা উপেক্ষা করেই শুরু হয় দলটির অবস্থান কর্মসূচি।
উল্লেখ্য, সরকারের পদত্যাগের একদফা দাবি আদায়ের শনিবার ঢাকার প্রতিটি প্রবেশপথে পাঁচ ঘণ্টার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দেয়।
সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনে থাকা ৬-দলীয় জোট গণতন্ত্র মঞ্চ, ১২-দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরামসহ মোট ৩৬টি দলও আজ রাজধানীর বিভিন্ন স্থানে অবস্থান কর্মসূচি পালন করবে। এ ছাড়া গণঅধিকার পরিষদের দুই অংশ ও এবি পার্টি একই কর্মসূচি পালন করছে।
মন্তব্য করুন