কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৪, ০৯:১০ এএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৯:২২ এএম
অনলাইন সংস্করণ

ঢাকায় সকালের পরিস্থিতি কেমন

রাজধানীতে পুলিশের ব্যাপক উপস্থিতি। ছবি : সংগৃহীত
রাজধানীতে পুলিশের ব্যাপক উপস্থিতি। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘোষিত ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি আজ। সোমবার (৫ আগস্ট) এই কর্মসূচি ঘিরে ঢাকায় ব্যাপক জনসমাগম ঘটাতে চায় আন্দোলনকারীরা। তারা কারফিউ উপেক্ষা করার ঘোষণা দিয়েছেন আগেই।

তবে পরিস্থিতি যেন কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে না যায়, সে জন্য শহরের বিভিন্ন পয়েন্টে বাড়ানো হয়েছে নিরাপত্তাব্যবস্থা।

সোমবার সকাল ৭টার কিছুক্ষণ পর যাত্রাবাড়ীতে দেখা যায় পুলিশ সার্বিক প্রস্তুতি নিচ্ছে। এ ছাড়া চেক করে করে ঢোকানো হচ্ছে রিকশা, অটোরিকশা, সিএনজি যাত্রীদের। একটু সামনে যেতেই দেখা যায় যানবাহন পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠি হাতে আরও কিছু পুলিশ সদস্য।

গুলিস্তানে পরিস্থিতি স্বাভাবিক দেখা গেছে। সেখানে পুলিশের কোনো উপস্থিতি চোখে পড়েনি। তবে চানখারপুলে ছিল ব্যাপক পুলিশের উপস্থিতি। যারা জরুরি প্রয়োজনে ঢাকা মেডিকেল বা অন্য কোথাও যাচ্ছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করে যেতে দেওয়া হয়। সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় আন্দোলনরত কোনো শিক্ষার্থীকে দেখা যায়নি।

এদিকে বসিলা ব্রিজে ওঠার শুরুতেই কয়েক ট্রাক দিয়ে মাটি ফেলে রাস্তা প্রায় পুরোপুরা ব্লক করা হয়েছে।

মোহাম্মদপুর তিন রাস্তার মোড় পুলিশ ও বিজিবির ব্যাপক উপস্থিতি দেখা গেছে। আল্লাহকরিম জামে মসজিদের সামনে পুলিশের ব্যারিকেড। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তাব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, সরকারি চাকরিতে চলমান কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া সহিংসতার পরিপ্রেক্ষিতে ১৯ জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার।

এর পরে ২১ থেকে ২৩ জুলাই পর্যন্ত নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। সেই সপ্তাহের শেষ দুদিন অবশ্য বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সীমিতভাবে সরকারি-বেসরকারি অফিস চলে।

পরিস্থিতি আরও স্বাভাবিক হলে গত সপ্তাহের শুরুর ৩ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সরকারি-বেসরকারি অফিস খোলা রাখা হয়। এরপর বুধবার (৩১ জুলাই) থেকে স্বাভাবিক সময় ধরে চলছে সব সরকারি-বেসরকারি অফিস।

তবে শনিবার (৩ আগস্ট) থেকে পরিস্থিতি আবারও উত্তপ্ত হতে থাকে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের একদফা দাবি ঘোষণা করেন।

অসহযোগ আন্দোলনের এই কর্মসূচিকে ঘিরে রোববার (৪ আগস্ট) ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘাত-সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় এখন পর্যন্ত বহু হতাহতের খবর পাওয়া গেছে।

দেশজুড়েই সংঘাত-সংঘর্ষের ঘটনায় রোববার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বলবৎ করা হয়। এই সিদ্ধান্ত ঢাকাসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা ও উপজেলা সদরের জন্য কার্যকর হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছাত্রলীগ নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলেন জনতা

‘রাসুলের (সা.) জীবনাদর্শই রাষ্ট্র গঠনের মূল চাবিকাঠি’

পরিচালক পদও হারালেন পাপন

চোর ধরিয়ে দেওয়ায় বিএনপি নেতার ওপর হামলা

সিলেটে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

শুধু সরকার পরিবর্তনে জনগণের ভাগ্য পরিবর্তন হবে না : রুমিন ফারহানা

জাবির নাম থেকে যেভাবে ‘মুসলিম’ শব্দটি বাদ দেওয়া হয়

ফ্যাসিস্ট সরকারের দোসর প্রকাশকদের কালো তালিকার দাবি

এপিকিউএন কোয়ালিটি অ্যাওয়ার্ড পেল এআইইউবি

ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪০

১০

রাশিয়ায় ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলার জরিমানার মুখে গুগল

১১

আ.লীগ নব্য বিএনপি হয়ে অপকর্ম করছে : আমিনুল হক

১২

‘রাজনীতি ছিল রাজার নীতি, আ.লীগ বানিয়েছিল দুর্নীতির নীতি’

১৩

নেপালকে হারিয়ে আবারও সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ

১৪

পুতুল নয়, ডব্লিউএইচও’র সঙ্গে কাজ করতে চায় সরকার : প্রেস উইং

১৫

নিজেদের অন্যায় কাজে সম্পৃক্ত করবেন না : নয়ন

১৬

এই মুহূর্তে জাতীয় ঐক্যের বিকল্প নেই : জামাল হায়দার  

১৭

শাবিতে ‘টিউশন অ্যাপ’ উদ্বোধন, পাওয়া যাবে বিনামূল্যে সেবা

১৮

ইসি গঠনে সার্চ কমিটির প্রজ্ঞাপন দু-একদিনের মধ্যে : প্রেস সচিব

১৯

ভারতে যাওয়ার সময় শ্রীমঙ্গলের ইউপি সদস্য আটক

২০
X