রাজধানীর মহাসমাবেশে অংশ নিতে ঢাকায় অবস্থানরত মৌলভীবাজার জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মোহিত, সহসাংগঠনিক সম্পাদক শাহজান আহমদ ও দপ্তর সম্পাদক খছরু আহমদকে গ্রেপ্তারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান (ভিপি মিজান)।
গতকাল বৃহস্পতিবার (২৭ জুলাই) গণমাধ্যমে দেওয়া জেলা বিএনপির এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির একদফা দাবি আদায়ের জন্য ঢাকার মহাসমাবেশে যোগদানের জন্য বাংলাদেশ জাতীয়বাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মোহিত, সহ সাংগঠনিক সম্পাদক শাহজান আহমদসহ দপ্তর সম্পাদক খছরু আহমদকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বৃহস্পতিবার রাত ২টায় পুলিশ আটক করে।
আরও পড়ুন: সহিংসতা হলে কঠোর হবে সরকার
পুলিশের হয়রানি ও নির্যাতন এবং গণগ্রেপ্তারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মিজানুর রহমান বলেন, শান্তিপূর্ণ এই সমাবেশকে কেন্দ্র করে এসব গণগ্রেপ্তার নিন্দনীয়। তিনি একইসঙ্গে গ্রেপ্তারকৃত সব নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
মন্তব্য করুন