বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় নিহত, গণগ্রেপ্তার, নির্যাতন ও হয়রানির প্রতিবাদে কর্মসূচির ডাক দেন দেশের ব্যান্ড সংগীতশিল্পীরা। শনিবার (৩ আগস্ট) বিকেল ৩টায় ধানমন্ডির রবীন্দ্রসরোবরে ‘গেটআপ, স্ট্যান্ডআপ’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করে তারা।
তবে একই সময়ে কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত সবাইকে জড়ো হওয়ার আহ্বান জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাই সংহতি জানাতে সংগীতশিল্পীরা বিকেল ৩টার দিকে রবীন্দ্রসরোবর থেকে শহীদ মিনারের দিকে রওয়ানা দেন।
জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ তাদের ফেসবুক পেজে লেখে, ‘রবীন্দ্র সরোবরে আমাদের GET UP STAND UP পূর্ব নির্ধারিত কর্মসূচী, এখানে কোন কনসার্ট হচ্ছে না আর আমাদের কোন ভক্তকেও আমরা এখানে আসতে বলিনি। আমরা সব মিউজিসিয়ানরা একত্রে দাঁড়িয়ে ছাত্রদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করবো এটাই প্ল্যান।
আরও লেখা হয়, এখানে আসার কথা জানানোর পর আমরা জেনেছি শিক্ষার্থীদের শহীদ মিনারের কর্মসূচীর কথা। ৩ টায় রবীন্দ্র সরোবরে সবাই একত্র হয়ে পরবর্তীতে শহীদ মিনারেও যাওয়া যাবে। শিক্ষার্থীদের পাশে আমরা আছি। এ ব্যাপারে আর কোনরকম বিভ্রান্তি না ছাড়ানোর জন্য সবাইকে অনুরোধ করছি....।’
মন্তব্য করুন