কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৪, ০৬:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

মহাখালী রণক্ষেত্র, ২ মোটরসাইকেলে আগুন

রাজধানীর মহাখালীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, স্থানীয় আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ছবি : সংগৃহীত
রাজধানীর মহাখালীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, স্থানীয় আ.লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। ছবি : সংগৃহীত

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ, স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে রণক্ষেত্রে পরিণত হয়েছে মহাখালী এলাকা। এ ছাড়া মহাখালী পুলিশবক্সের সামনে দুটি মোটরসাইকেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ বক্সের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) এ এস এম হাফিজুর রহমান। তিনি বলেন, মহাখালী ট্রাফিক পুলিশ বক্সের সামনে দুটি মোটরসাইকেলে আগুন দেখা গেছে। মোটরসাইকেল দুটি পুলিশের কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে কথা বলতে গিয়ে গত রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেন ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতি-পুতিরা কিছুই পাবে না, রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’

প্রধানমন্ত্রীর এ মন্তব্যে ক্ষিপ্ত হন কোটা সংস্কার আন্দোলনকারীরা। তারা ধরে নিয়েছেন ‘রাজাকারের নাতিপুতি’ তাদেরই বলা হয়েছে। তাই প্রধানমন্ত্রীর মন্তব্য প্রত্যাহারের দাবিতে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে রোববার মধ্যরাত থেকে আন্দোলনে নামেন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

গতকাল সোমবার দুপুর থেকে আবারও বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় ছাত্রলীগ। বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত থেমে থেমে চলা সংঘর্ষে ৩ শতাধিক শিক্ষার্থী আহত হন। রাত ১০টার পর আন্দোলনকারীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন এবং সারা দেশের সব পর্যায়ের শিক্ষার্থী ও সাধারণ মানুষকে তাদের সমর্থনে রাস্তায় নামার আহ্বান জানান।

আজ মঙ্গলবার সকাল ১১টা থেকে রাজধানীর ১৫-২০টি স্থানে একযোগে সড়ক অবরোধ শুরু করেন বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অবরোধে গোটা রাজধানী অচল হয়ে পড়েছে। পাশাপাশি চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, বগুড়াসহ দেশের প্রায় সর্বত্র শিক্ষার্থীরা সড়কে নেমে এসেছেন। দুপুরের পর থেকে ঢাকার সায়েন্সল্যাব এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়।

শেষ খবর পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটাবিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়াতে টাকা ঢালছে ভারত!

বিয়ের দাবিতে শিক্ষকের বাড়িতে কলেজছাত্রীর অনশন

স্বাস্থ্যসহ ৫ সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

১০০ দিনের ‘কৈফিয়ত’ দিতে সংবাদ সম্মেলনে আসছেন আসিফ নজরুল

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিসে শূরার অধিবেশন সম্পন্ন

বাংলাদেশের পাশে থাকবে কমনওয়েলথ দেশগুলো

ফের সড়কে তিতুমীরের শিক্ষার্থীরা 

৭ কলেজের বিষয়ে কথা চলছে : প্রেস সচিব

‘পুষ্পা ২’র ট্রেলার ঘিরে নেট দুনিয়ায় তোলপাড়

শাহজালাল বিমানবন্দরে প্রবেশের সব নিরাপত্তা পাস স্থগিত 

১০

জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়ার ১০ জনের জামিন

১১

ইসরায়েলকে আকাশপথ ব্যবহারে বাধা দিল তুরস্ক

১২

রাশিয়ার ভেতরে মার্কিন অস্ত্র দিয়ে হামলার অনুমতি, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরুর হুমকি মস্কোর

১৩

বাংলাদেশের ঋণমান কমিয়ে বি-২’তে নামাল মুডিস

১৪

খুলনায় আলুর সিন্ডিকেট ভাঙার দাবিতে জেলা প্রশাসক বরাবর সিসিএসের স্মারকলিপি

১৫

‘জলবায়ু পরিবর্তন রোধে ২০৩০ সাল পর্যন্ত অপেক্ষা করা সম্ভব না’

১৬

ট্রেনে হামলার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

১৭

ডেঙ্গুজ্বরে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩

১৮

ইইউ প্রতিনিধিদের সঙ্গে মির্জা ফখরুলের বৈঠক

১৯

ঘূর্ণিঝড় রিমালে ভেঙে পড়েছে মাদ্রাসা, পাঠদান চলছে মাঠে

২০
X