হরিজন সম্প্রদায়ের বসতি বংশালের মিরনজিল্লা পল্লীতে হামলার প্রতিবাদে আগামী ১৩ জুলাই দেশব্যাপী বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হরিজন ঐক্য পরিষদ।
বৃহস্পতিবার (১১ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের মানববন্ধনে অংশ নিয়ে এ কর্মসূচি ঘোষণা করেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত এ কর্মসূচি ঘোষণা করেন।
এর আগে গতকাল বুধবার মিরনজিল্লার বাসিন্দাদের ওপর ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আউয়াল হামলা চালায়। এতে অর্ধশত মানুষ আহত হন। এ ঘটনার প্রতিবাদে মানববন্ধনের ডাক দেওয়া হয়।
এতে অংশ নিয়ে বক্তারা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস ও কমিশনার আউয়ালের বিচার দাবি করেন। তারা বলেন, জীবন দেব তবুও মিরনজিল্লার মাটি ছাড়ব না।
এ ছাড়াও মানববন্ধনে হামলায় আহতরা অংশ নিয়ে ঘটনার ভয়াবহতা তুলে ধরেন।
মন্তব্য করুন