কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

হলি আর্টিসানে নিহত জাপানি কর্মকর্তাদের স্মরণ

স্মরণসভা বক্তব্য রাখছেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই। ছবি : কালবেলা
স্মরণসভা বক্তব্য রাখছেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই। ছবি : কালবেলা

২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিসানের জঙ্গি হামলায় মর্মান্তিকভাবে নিহত হন ৭ জাপানি পরামর্শক। নিহত পরামর্শকদের স্মৃতির স্মরণে এবং তাদের প্রতি সমবেদনা জানাতে বাৎসরিক স্মরণসভার আয়োজন করে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)।

বুধবার (৩ জুলাই) রাজধানীর উত্তরায় অবস্থিত মেট্রোরেল এক্সিবিশন অ্যান্ড ইনফরমেশন সেন্টারে (এমইআইসি) এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রকল্প বাস্তবায়নে নিহত ৭ জন জাপানির গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।

স্মরণসভায় জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই বলেন, মর্মান্তিক এ দুর্ঘটনার ৮ বছর পার হয়েছে। বাংলাদেশের উন্নয়নে নিজেদের শ্রম ও মূল্যবান সময় দিয়েছেন এমন মানুষের হারিয়ে আমি গভীরভাবে দুঃখিত। নিজেদের প্রিয়জনকে হারিয়েছেন যেসব পরিবার, তাদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা। এমনকি দুর্ঘটনার ৮ বছর পেরিয়ে গেলেও তাদের স্বজন হারানোর ক্ষত শুকায়নি। তাদের এ দুঃখে আমরা সকলেই সমানভাবে সমব্যথী।

তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে তাদের অবদান কখনোই ভুলে যাবে না জাইক। এ কাজে নিয়োজিতদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। গত ২০২২ সালের ডিসেম্বরে চালু হওয়ার পর থেকে যানজটের এ শহরে ঢাকাবাসীর জন্য আশীর্বাদ হিসেবে আবির্ভূত হয়েছে ঢাকা মেট্রো লাইন ৬। প্রতিদিন প্রায় সাড়ে ৩ লাখ যাত্রী এ রুটের মাধ্যমে যাতায়াত করছে।

জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, ঢাকা মেট্রো আজ এর সুবিধা ও নিরাপত্তার জন্য ঢাকার উন্নয়নের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশসহ উন্নয়নশীল দেশের বিকাশ এবং আন্তর্জাতিক কমিউনিটিতে শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখবে জাইকা।

বাংলাদেশ সরকার, জাপান সরকার এবং তিন জাপানি পরামর্শদাতা প্রতিষ্ঠানের (আলমেক করপোরেশন, ওরিয়েন্টাল কনসালট্যান্টস গ্লোবাল ও কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনাল) অংশীদারত্বে এ স্মরণসভা আয়োজিত হয়। এ সময় নিহতদের স্মরণে বিশেষ বার্তা দিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাইকার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হারা শোহেই, জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর-জেনারেল/ডেপুটি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কুসাকাবে হিদেকি, কাতাহিরা অ্যান্ড ইঞ্জিনিয়ার্স ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট নাকামুরা তোমোহিক, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (পূর্ব এশিয়া ও প্যাসিফিক উইং) তৌফিক হাসান।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক, অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে ছাত্র আন্দোলনে ত্রাস সৃষ্টিকারী জ্যোতি গ্রেপ্তার

পঞ্চগড়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ, তাপমাত্রা ৯ ডিগ্রিতে

দেশে প্রথমবারের মতো ‘বিশ্ব মেছোবিড়াল দিবস’, কেন?

দিনাজপুরে ঘন কুয়াশায় ঠান্ডা অব্যাহত

ওয়াশিংটনে বিমান-হেলিকপ্টার সংঘর্ষে ৪১ মরদেহ উদ্ধার

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

চাকরি দেবে ইস্টার্ন ব্যাংক, থাকছে না বয়সসীমা  

ঢাকার বাতাসে একটু স্বস্তি

হামলাকারীদের ‘ভুল’ স্বীকার, জয়পুরহাটে মেয়েদের ফুটবল ম্যাচ আয়োজনে বাধা কাটছে

যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ প্লেন দুর্ঘটনা

১০

কেমন থাকবে আজকের আবহাওয়া

১১

কুড়িগ্রামে আ.লীগ নেতা চাঁদ গ্রেপ্তার

১২

ট্রাম্পের শুল্কের কড়া জবাব দেবে কানাডা

১৩

লালমনিরহাটে সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান গ্রেপ্তারে মিষ্টি বিতরণ

১৪

ইতিহাসের এই দিনে যা ঘটেছিল

১৫

আজকের নামাজের সময়সূচি

১৬

আজ ১৮৩ ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল 

১৭

শনিবার যেসব এলাকার মার্কেট বন্ধ

১৮

কানাডা-মেক্সিকোর পণ্যে আজ থেকে ২৫ শতাংশ শুল্ক বসছে

১৯

ঠাকুরগাঁওয়ে হরতালের ডাক বিএনপির

২০
X