দুই সিটি করপোরেশন, ৬ পৌরসভা এবং ৩২ ইউনিয়ন পরিষদে সাধারণ বা উপনির্বাচন উপলক্ষ্যে আগামী ৯ মার্চ শনিবার সংশ্লিষ্ট এলাকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ রাখার নিদের্শনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৭ মার্চ) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
এতে বলা হয়, আগামী ৯ মার্চ শনিবার ময়মনসিংহ সিটি করপোরেশনে সাধারণ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র পদ শূন্য থাকায় উপনির্বাচন অনুষ্ঠিত হবে। একই সময়ে পটুয়াখালী, বকশিগঞ্জ (জামালপুর) ও আমতলি (বরগুনা) পৌরসভায় সাধারণ ও ত্রিশাল (ময়মনসিংহ), মুন্সীগঞ্জ ও শিবগঞ্জ (বগুড়া) পৌরসভায় উপনির্বাচনও হবে।
এ ছাড়া ১৩ ইউনিয়ন পরিষদে সাধারণ ও ১৯ ইউনিয়ন পরিষদের উপনির্বাচন হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে ৯ মার্চ সংশ্লিষ্ট এলাকার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবসা কেন্দ্র, বুথ ও শাখা বন্ধ থাকবে।
মন্তব্য করুন